এখন পড়ছেন
হোম > Uncategorized > একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন নির্দেশিকা পর্ষদের ! কি জানালো ? জেনে নিন !

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নতুন নির্দেশিকা পর্ষদের ! কি জানালো ? জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল যেখানে  86 শতাংশ ছাত্র-ছাত্রী পাস করেছে বলে জানা গেছে। তবে মাধ্যমিকের রেজাল্টের পরে যে উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের ভর্তি পর্ব শুরু হয়েছে বিভিন্ন স্কুলগুলিতে ! আর এমতাবস্থায় এবার উচ্চ মাধ্যমিক স্তরের  বোর্ড তথা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন এর তরফ থেকে একটি নির্দেশিকা জারি করেছে স্কুলের ছাত্র-ছাত্রীদের ভর্তি সম্বন্ধে ।

এদিন কাউন্সিল থেকে নির্দেশিকাতে বলা হয়েছে  স্কুলে উপযুক্ত পরিকাঠামোর ও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী থাকলে, তবেই ভর্তি নেওয়া যাবে সর্বচ্চো ৪০০ জন ছাত্র-ছাত্রী । প্রসঙ্গ উল্লেখ্য যে এই মর্মে প্রথম নির্দেশিকায় যে নির্দেশ দেওয়া হয়েছিল  ‘সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়াতনের প্রধানদের জানানো যাচ্ছে যে এ বছর, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বর্ধিত করে ৪০০ করা হল।’  তবে রবিবারে আবারো একটি নতুন বিজ্ঞপ্তিটি জারি করে বলা হয়েছে যে স্কুলের উপযুক্ত পরিকাঠামোর ও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী থাকলে, তবেই ভর্তি নেওয়া যাবে ৪০০ ছাত্র-ছাত্রী ।

এ বিষয়ে এদিন বঙ্গীয় শিক্ষকও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন, “গত কয়েক বছরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ হয়নি। পাশাপাশি শিক্ষা কর্মী নিয়োগ করা যায়নি বলেই আমরা জানতে পেরেছি। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচিত ছিল বাস্তব পরিস্থিতি বিবেচনা করা। ৪০০ ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়ার পর আমরা বিষয়টি সংসদকে জানিয়েছিলাম। তাই দেরিতে হলেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে স্কুলগুলির উপর চাপ কমিয়েছে সংসদ।” সব মিলিয়ে  স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!