এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্বিতীয় দিনের ধর্না শুরু, কবে বন্ধ হবে যুবরাজের নাটক? কড়া প্রশ্ন বিরোধীদের!

দ্বিতীয় দিনের ধর্না শুরু, কবে বন্ধ হবে যুবরাজের নাটক? কড়া প্রশ্ন বিরোধীদের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নাটকের উপর নাটক, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যুবরাজের নাটক দেখতে দেখতে কার্যত হতাশ বিরোধীরা। দিল্লির পর বাংলাতে রাজভবনের সামনে কার্যত মঞ্চ করে ধর্না দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। তার বক্তব্য যে, যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তিনি নাকি এখানে এভাবেই বসে থাকবেন। তবে রাজ্যপালের দপ্তরের সামনে এইভাবে তৃণমূল মঞ্চ করে কিভাবে তাদের অবস্থান চালাতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। পাশাপাশি তারাও এটাও বলছে যে, রাজ্যে যে আইনের শাসন নেই, তা তৃণমূলের এই প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়েই আরও একবার পরিষ্কার হয়ে গেল। একমাত্র শাসক দল যা খুশি তাই করতে পারে। আইন ভেঙে কাজ করতে পারে। আর বিরোধীরা কিছু করতে গেলেই তাদের গ্রেপ্তার করে নেওয়া হবে। এটা আবার বুঝিয়ে দিলেন যুবরাজ বলেই দাবি সমালোচকদের।

প্রসঙ্গত, দিল্লিতে দুদিন ব্যাপী চূড়ান্ত নাটক করার পর সেখান থেকেই যুবরাজ ঘোষনা করেছিলেন যে, তারা নাকি রাজ্যপালের দপ্তরে গিয়ে এই অভাব অভিযোগের কথা জানাবেন। যে 50 লক্ষ মানুষের চিঠি রয়েছে, একশো দিনের কাজে তারা টাকা পাচ্ছেন না, সেই কথা তারা তুলে ধরবেন। কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়েছেন তার তদারকি করতে। তবে তৃণমূলের দাবি যে, রাজ্যপাল তাদের ভয় পালিয়ে গিয়েছেন। যাই হোক, শাসক দল তাদের অনেক ক্ষমতা, তারা যা খুশি, তাই দাবি করতেও পারে। কিন্তু প্রথম দিনের অবস্থানের পর আবার দ্বিতীয় দিন সকাল থেকেই সেই রাজভবনের সামনে তৃণমূল মঞ্চে বেঁধে তাদের অবস্থান করছে। মঞ্চে উপস্থিত রয়েছেন তাদের যুবরাজ। আর এই বিষয় নিয়েই নানা প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

বিরোধীদের প্রশ্ন, এই নাটক আর কদিন ধরে করবেন যুবরাজ? নিজেকে হিরো বানানোর আর কত চেষ্টা করবেন তিনি! কেন্দ্রীয় সরকার বলেছে, রাজ্যে দুর্নীতি হয়েছে। তাই তারা রাজ্যকে বলেছে, আপনারা হিসাব দিন। হিসাব দিলেই টাকা পেয়ে যাবেন‌। কিন্তু সেখানে হিসাব না দিয়ে সাধারণ মানুষের অসুবিধে করে এইভাবে রাজভবনের মত গুরুত্বপূর্ণ জায়গায় ধর্না করার কোনো মানে আছে কি? কেন শাসক দল বলেই তাদের বিরুদ্ধে আইন ভাঙ্গার জন্য ব্যবস্থা নেবেন না প্রশাসন! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

পর্যবেক্ষকদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে তৃণমূল দলের রাশ নিজের হাতে নিতে চাইছেন। তাই পিসির কায়দাতে তিনি এখন প্রতিবাদী সত্ত্বা সামনে তুলে ধরে মানুষের কাছে নিজের ভাবমূর্তি আরও বেশি করে তুলে ধরার চেষ্টা করছে।ন কিন্তু সবটাই যে তার নাটক, তা ধরে ফেলেছেন বাংলার মানুষ। তাই মঞ্চেই রাত্রিবাস করার কথা বলে আবার পরের দিন ধর্না মঞ্চে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী সত্তাকে সকলের সামনে তুলে ধরতেই পারেন। কিন্তু মানুষের কাছে তা কতটা বিশ্বাসযোগ্য হবে, সেটাই একটা বড় প্রশ্ন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!