এখন পড়ছেন
হোম > জাতীয় > খুব শিগগিরই বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি? দল ছেড়ে বহু ‘হবু’ সাংসদ-বিধায়ক ‘পিসি-ভাইপোর’ সঙ্গে যোগ দিচ্ছেন?

খুব শিগগিরই বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি? দল ছেড়ে বহু ‘হবু’ সাংসদ-বিধায়ক ‘পিসি-ভাইপোর’ সঙ্গে যোগ দিচ্ছেন?

কথায় আছে, উত্তরপ্রদেশ যার – দিল্লিতে কুর্শি তার! ভারতের বৃহত্তম রাজ্যের রাজনীতিই সব সময় মোটামুটি ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হয়ে থাকে কেন্দ্রের মসনদ দখলের ক্ষেত্রে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড় থামাতে দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাতে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রেদেশের ‘পিসি-ভাইপো’ মায়াবতী ও অখিলেশ যাদব। আর এর ফলে যে বহু হেভিওয়েট নেতা-নেত্রীর আসন্ন নির্বাচনে জয় পাওয়া কার্যত অসম্ভব তা মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর তাই প্রথম থেকেই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে নিজেদের কাছে টানতে মরিয়া হয়ে উঠেছিল কংগ্রেস এবং বিজেপি দুই দলই। কিন্তু লোকসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই যেন বদলাচ্ছে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণ। সূত্রের খবর, এই মুহূর্তে উত্তরপ্রদেশে বিজেপির দুজন সাংসদ এবং তিনজন বিধায়ক বহুজন সমাজবাদী পার্টি সুপ্রিমো মায়াবতীর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে শুধু বিজেপি নয়, অন্যান্য দলের অধিকাংশ নেতাও এই বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দিতে চেয়ে বহেনজীর সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন বলে খবর।

তবে ঠিক কবে এই ব্যাপারটি স্পষ্ট হবে তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ কোনো রাজনৈতিক দলই। অনেকেই মনে করছেন, আগামী ১৫ ই জানুয়ারী বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতীর জন্মদিনের দিনই তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই উত্তরপ্রদেশের রাজনৈতিক সম্ভাবনা প্রসঙ্গে কোনো বড়সড় ঘোষণা করতে পারেন। ফলে সেই দিনই বিজেপি তথা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসপায় নাম লেখাতে পারেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে উত্তরপ্রদেশে নিজের দলের সাংসদ, বিধায়করা বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছে এই খবর চাউর হতে না হতেই প্রবল চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রের গেরুয়া শিবিরের কপালে। কেননা উত্তরপ্রদেশে এইবারে ভালো ফল করা নিয়ে বড়সড় সংশয়ে আছেন তাঁরা – একদিকে দলিত অসন্তোষ আর অন্যদিকে কৃষকদের সংকটজনক পরিস্থিতি নিয়ে ক্রমশ বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। আর সেই দলিত ও কৃষক বিক্ষোভকে আরও উস্কে দিচ্ছেন বসপা সুপ্রিমো মায়াবতী বলে অনেকের অভিমত।

অন্যদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির এবং বহুজন সমাজবাদী পার্টি জোট প্রায় নিশ্চিত – ফলে স্বাভাবিকভাবেই ২০১৪ এর মত মারকাটারি ফল করা বিজেপির কাছে কার্যত অসম্ভব। তবে শুধু বিজেপি নয়, সপা এবং বসপার জোটে যদি কংগ্রেস না থাকে তাহলে তাদের পক্ষেও যে আসন্ন লোকসভা নির্বাচন অনেকটাই চাপের হতে চলেছে তা মানছেন হাত শিবিরের অনেক নেতারাও। ইতিমধ্যেই, কংগ্রেসের সাথে জোটের ব্যাপারে কিছুটা আপত্তি জানিয়েছেন মায়াবতী। মধ্যপ্রদেশে ২৯ টি আসনে একা লড়ারই সিদ্ধান্ত নিয়েছে বহুজন সমাজবাদী পার্টি।

ফলে উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণে সপা এবং বসপার জোট নিয়ে রীতিমত চিন্তায় গতবার বিজেপির টিকিটে জেতা বহু সাংসদ, যাঁরা আবার এবারেও টিকিট প্রত্যাশী – বলে বিরোধীদের দাবি। সপা-বসপার এই জোট অনেকেরই রাতের ঘুম নাকি উড়িয়ে দিয়েছে – আর তাই নিজেদের সাংসদ পদ বাঁচাতে ‘পিসি’ মায়াবতী তো বটেই, এমনকি ‘ভাইপো’ অখিলেশ যাদবের সঙ্গেও গোপনে যোগাযোগ রেখে চলেছেন অনেকেই। আর এঁরা, গেরুয়া শিবির ছেড়ে বেরিয়ে গেলে, এঁদের অনুগামী বলে পরিচিত অনেক বিধায়কও একই কাজ করবেন বলে তীব্র জল্পনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!