এখন পড়ছেন
হোম > রাজ্য > গ্রেপ্তারি পরোয়ানা জারি, কয়লা কাণ্ডে অস্বস্তি বাড়ল এই হেভিওয়েটের!

গ্রেপ্তারি পরোয়ানা জারি, কয়লা কাণ্ডে অস্বস্তি বাড়ল এই হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কয়লা কাণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক হেভিওয়েটকে ইতিমধ্যেই তারা জেরা করেছে। তবে দীর্ঘদিন জেরা করার জন্য ডাক পাঠানো হলেও, সেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরা পর্বে উপস্থিত হননি বিনয় মিশ্র। কিন্তু এবার তার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল আদালত। যেখানে এই হেভিওয়েটের বিরুদ্ধে জারি করা হল গ্রেপ্তারি পরোয়ানা।

সূত্রের খবর, এদিন দিল্লির পাতিয়ালা আদালতের পক্ষ থেকে এই বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জানা গিয়েছে, জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করা হয়েছে। মূলত, দীর্ঘদিন ধরে তাকে জেরা করার জন্য ডেকে পাঠানো হলেও, তিনি তদন্তকারী সংস্থার সহযোগিতা করেননি। যার ফলে এবার তার বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করল আদালত।স্বাভাবিকভাবেই এবার বিনয় মিশ্র এর ফলে যে যথেষ্ট চাপে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, এর ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত অনেকটাই গতি পেল। পরবর্তীতে যদি এই তদন্তকারী সংস্থা আরও অন্য কোনো হেভিওয়েটকে তাদের জেরা পর্বে উপস্থিত হতে বলে এবং তারা যদি তা নস্যাৎ করে দেয়, তাহলে আদালতের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। ফলে এবার কয়লা কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিনয় মিশ্রের বিরুদ্ধে আদালত এই পদক্ষেপ গ্রহণ করার কারণে নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সক্ষম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!