এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির সদস্য নিয়ে এবার মাথায় হাত তৃণমূলের, প্রশান্তকে দিয়ে শেষ রক্ষা হবে কি? গুঞ্জন সর্বত্র

বিজেপির সদস্য নিয়ে এবার মাথায় হাত তৃণমূলের, প্রশান্তকে দিয়ে শেষ রক্ষা হবে কি? গুঞ্জন সর্বত্র

লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থান ছিল চোখে পড়ার মতো। এক ধাক্কায় দুই থেকে তারা আঠারোতে পৌঁছে গিয়েছিলো। আর লোকসভায় দলের এই ভাল ফলাফলের পরই তৃণমূলকে টেক্কা দিয়ে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনই যে তাদের নেক্সট টার্গেট, তা বুঝিয়ে দিয়েছিল বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাইতো সেই টার্গেটে লক্ষ্য রেখে সারা দেশের পাশাপাশি বাংলায় সদস্যতা অভিযানে বাড়তি জোর দিয়েছিল বিজেপি।

আর বাংলায় গেরুয়া শিবিরের এই সদস্যতা অভিযান ব্যাপক সাফল্য পেয়েছে বলে জানা গেল। বিজেপি নেতাদের দাবি, বর্তমানে পশ্চিমবাংলা থেকে 77 লক্ষ মানুষ তাদের দলের সদস্য হয়েছেন। তাদের নেক্সট টার্গেট এক কোটি সদস্য সংগ্রহ করা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সেই টার্গেটও পূর্ণ হবে বলে আশাবাদী গেরুয়া শিবির।আর বাংলায় বিজেপির এই সদস্য অভিযানে ব্যাপক সাফল্য আসায় এখন আতঙ্ক দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে দাবি গেরুয়া শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে এবার বিজেপির ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানেও তার প্রভাব পড়েছে। যেখানে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সদস্য সংগ্রহ অভিযানের শীর্ষস্থানে রয়েছে জলপাইগুড়ি এবং তার ঠিক পরেই রয়েছে দক্ষিণ দিনাজপুর। পাশাপাশি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর থেকেও সদস্য সংগ্রহ অভিযানে ভালো সাফল্য আসছে বিজেপির।

এদিন এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “কেন্দ্রীয় স্তর থেকে প্রাথমিকভাবে 50 লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট নেওয়া হয়েছিল। পরে তা আরো দশ লক্ষ বাড়ানো হয়। কেন্দ্রীয় স্তরে যে টার্গেট দেওয়া হয়েছিল, আমরা তা অতিক্রম করতে পেরেছি। আমি মনে করি এটা দারুণ সাফল্য। আমার বিশ্বাস, রাজ্যে বিজেপির সদস্য সংখ্যা এক কোটিতে পৌঁছবে।” আর বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাফল্য আসায় এখন তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ দেখা দিতে শুরু করেছে।

কেননা লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর তৃণমূল নিজেদের জনপ্রতিনিধিদেরকে জনসংযোগে পাঠিয়ে প্রশান্ত কিশোরের পরিকল্পনামাফিক চলতে শুরু করেছে। কিন্তু জনসংযোগে গেলেও সাধারণ মানুষের মনে যেভাবে বিজেপি প্রকাশ করেছে, তা বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের সাফল্যেই প্রমাণিত হয়ে যাচ্ছে। ফলে পিকের প্ল্যানে তৃণমূল চললেও বিজেপির এই সাফল্যকে কতটা মাপ করে নিজেরা সাফল্য পাবে! তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!