এখন পড়ছেন
হোম > জাতীয় > অনন্য ভারত! অমিত শাহর করোনা মুক্তির জন্য প্রতিদিন রোজা রাখবেন এই হেভিওয়েট সংখ্যালঘু নেতা!

অনন্য ভারত! অমিত শাহর করোনা মুক্তির জন্য প্রতিদিন রোজা রাখবেন এই হেভিওয়েট সংখ্যালঘু নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা পরিস্থিতি দিনকে দিন আরো খারাপের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের সাথে সাথে এবার করোনা আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আতংক বাড়িয়ে এবার করোনায় আক্রান্ত হলেন একেবারে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই নিয়েই এই মুহূর্তে দেশজুড়ে চলছে প্রবল আলোড়ন। অন্যদিকে অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার খবরে ইতিমধ্যেই অযোধ্যা মন্দির ভূমি পূজা নিয়েও প্রশ্ন চিহ্ন উঠেছে।

খুব স্বাভাবিকভাবেই ঐতিহাসিক রামমন্দিরের ভূমিপূজায় থাকতে পারবেননা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের করোনা আক্রান্তের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথে এবার বিগত কয়েক দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সান্নিধ্যে যাঁরা যাঁরা এসেছেন, তাঁরাও হয়ে পড়েছেন আতঙ্কিত। তাঁদের প্রত্যেককে ইতিমধ্যে করোনা টেস্ট করতে বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইতিমধ্যেই গুরুগ্রাম মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সারা দেশ জুড়ে বিজেপি কর্মী, সমর্থক ও নেতারা অমিত শাহের সুস্থতার জন্য প্রার্থনা করে চলেছেন অবিরত। কিন্তু তার মধ্যেই প্রার্থনার অনন্য নজির গড়লেন জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা গুফতার আহমেদ। তিনি জানিয়েছেন, যতদিন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনামুক্ত হয়ে ফিরে আসছেন স্বাভাবিক জীবনে, ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন প্রতিদিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রোজা রাখার ঘোষণা করেছেন তিনি।

অন্যদিকে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও ইতিমধ্যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা এবং উত্তর প্রদেশের বিজেপি সভাপতিও করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবিরের সঙ্গে সাম্প্রদায়িকতা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে দাবি করা হয় বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হবার সাথে সাথে যেভাবে জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা একজন মুসলিমধর্মী মানুষ হয়েও প্রার্থনার নজীর সৃষ্টি করলেন, তা অনন্য। আপাতত দেশের প্রতিটি মানুষ অপেক্ষা করে রয়েছে কবে করোনামুক্ত হবে আমাদের দেশ ভারতবর্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!