এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রচারে নেমে তৃণমূলের হাতে হেনস্তা হেভিওয়েট বিজেপি প্রার্থীর, কমিশনে যাবার হুঁশিয়ারি বিজেপির

প্রচারে নেমে তৃণমূলের হাতে হেনস্তা হেভিওয়েট বিজেপি প্রার্থীর, কমিশনে যাবার হুঁশিয়ারি বিজেপির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ৩০ সে অক্টোবর যে কেন্দ্রগুলিতে রয়েছে উপনির্বাচন, তার মধ্যে অন্যতম হলো কোচবিহার জেলার দিনহাটা। দিনহাটা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপি নেতা অশোক মন্ডল। অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে। আজ ভোটের প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। এই সময় তাঁর সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। প্রচারে বেরিয়ে তাঁদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আজ দিনহাটায় ভোটের প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী ও বিধায়ক তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন। বিজেপির অভিযোগ, তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। তাদেরকে ঘিরে গো ব্যাক, জয় বাংলা স্লোগান চলতে থাকে। এমনকি এই দুই বিজেপি নেতাকে নিগ্রহের অভিযোগ পর্যন্ত উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরপর কোনরকমে তৃণমূল কর্মীদের ঠেলে এগিয়ে যান তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনার প্রবল প্রতিবাদ জানিয়েছে বিজেপি। এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জানিয়েছেন যে, এই ঘটনাটি হল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই নজর ঘুড়িয়ে দেবার চেষ্টা করছে বিজেপি।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, গণতন্ত্রে তৃণমূল বিশ্বাস করেনা, একারনেই এমন সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তবে, তৃণমূলের এই চেষ্টা কোনদিনই সফল হবে না। ভোটের বাক্সে মানুষ এর যোগ্য জবাব দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!