একনজরে গুজরাট ভোটগণনা – বিশেষ খবর – সকাল ১১:৩০ জাতীয় বিশেষ খবর December 18, 2017 শেষ পাওয়া খবরে গুজরাটে বিজেপি ৯ টি আসনে জয়ী, ৯৭ টি আসনে এগিয়ে কংগ্রেস ১ টি আসনে জয়ী, ৭১ টি আসনে এগিয়ে অন্যান্যরা ০ টি আসনে জয়ী, ৪ টি আসনে এগিয়ে শেষ পাওয়া খবরে হিমাচল প্রদেশে বিজেপি ৩ টি আসনে জয়ী, ৩৮ টি আসনে এগিয়ে কংগ্রেস ১ টি আসনে জয়ী, ২১ টি আসনে এগিয়ে অন্যান্যরা ১ টি আসনে জয়ী, ৪ টি আসনে এগিয়ে প্রধানমন্ত্রী লোকসভায় ঢোকার আগে ভিকট্রি সাইন দেখানোয় বিতর্ক শুরু স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গুজরাট ও হিমাচল দু জায়গাতেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানালেন বিজেপির রাকেশ ভাই শাহ এলিসব্রিজ থেকে জয়ী হলেন বিজেপির সীমাবেন মোহিলে আকোটা থেকে জয়ী হলেন বিজেপির সতীশ ভাই পটেল কার্জন থেকে জয়ী হলেন বিজেপির ঘোগাড়ি প্রবীণ ভাই কারঞ্জ থেকে জয়ী হলেন আপনার মতামত জানান -