এখন পড়ছেন
হোম > অন্যান্য > হ্যারি পটারের চমক এবার বাংলা সিরিয়ালেও! লকডাউনে শিশুদের মন ভালো করতে অভিনব চিন্তাভাবন

হ্যারি পটারের চমক এবার বাংলা সিরিয়ালেও! লকডাউনে শিশুদের মন ভালো করতে অভিনব চিন্তাভাবন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে দীর্ঘদিন গৃহবন্দী আমরা সকলেই। বড়দের সাথে সাথে ছোটোদের উপরও তার প্রভাব পড়ছে প্রচুর। স্কুলে, পার্কে, মাঠে খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে খেলার জগৎটা ভুলতে বসেছে ছোটরা। এবার সেই ছোটদের কথা মাথায় রেখেই বাংলা ধারাবাহিককে এসেছে রূপকথার জগৎ। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ক্ষীরের পুতুল’ এর ম্যাজিক দুনিয়া এবার দেখা যাবে ছোট পর্দায় বাংলা ধারাবাহিকে।

রূপকথার পক্ষীরাজ ঘোড়া, কথা বলা পাখি, বানর কুমার, স্যমন্তক রাজা এবং তার দুই রানীকে নিয়ে রূপকথার কাহিনী এবার সম্প্রচারিত হচ্ছে জি বাংলাই গত ২৭ শে জুলাই থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজা স্যমন্তক এর চরিত্রে অভিনয় করছেন সদ্য শেষ হওয়া ‘নকশি কাঁথা’র কেন্দ্রীয় চরিত্র সুমন দে। রাজার সুওরানি এর ভূমিকায় দেখা যাবে শ্রীতমা রায়চৌধুরীকে আর অন্যদিকে রাজামশাই এর দুয়োরানি হিসেবে থাকছেন সুদীপ্তা রায়। এই মুখ্য চরিত্র ছাড়াও রয়েছে বহু আকর্ষণীয় রূপকথার চরিত্র। গ্রাফিক্সের বহুল ব্যবহার দেখা যাবে এই ধারাবাহিকে যা রূপকথার দুনিয়াকে সত্যি করে তুলবে ছোটোদের কাছে।

ছোটোদের জন্য বাংলা ধারাবাহিকের সংখ্যা খুবই কম। এখন দেখার বিষয় “ফ্রোজেন”, “ট্যাঙ্গেল্ড”, হ্যারি পটারের জগতের ছোটদের মনে ‘ক্ষীরের পুতুল’ কতটা জায়গা করে নিতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!