এখন পড়ছেন
হোম > অন্যান্য > হাসপাতালে ভর্তি প্রতিবাদী শিল্পি কবীর সুমন, শারিরিক অবস্থা সংকটজনক

হাসপাতালে ভর্তি প্রতিবাদী শিল্পি কবীর সুমন, শারিরিক অবস্থা সংকটজনক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জীবনমুখী গানের অন্যতম চর্চিত নাম হল কবীর সুমন। গিটার হাতে তাঁকে যেমন প্রতিবাদী চরিত্রে দেখা গিয়েছে, রাজনীতির জগতেও তেমনি তাঁকে চোখা মন্তব্য করতে দেখা গিয়েছে। সেই কবীর সুমন এবার চূড়ান্ত অসুস্থতার কারণে ভর্তি হলেন হাসপাতালে। করোনা পরিস্থিতিতে এসএসকেএমএ ভর্তি হওয়া যথেষ্ট উদ্বেগ তৈরী করেছে তাঁর অগণিত ভক্তের মধ্যে। সোমবার ভোরে তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

জ্বর এবং অন্যান্য বেশ কিছু সমস্যাও রয়েছে তাঁর। সে কারণে ওষুধও চলছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় সুমনের অক্সিজেন লেভেল ছিল 90। বর্তমানে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে বলে জানা গিয়েছে। পাশাপাশি কবীর সুমনের করোনা পরীক্ষাও করা হয়েছে। যদিও সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। সোমবার বিকালে নবান্ন থেকে সোজা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন এসএসকেএমে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর কেবিনে ভর্তি কবীর সুমন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কবীর সুমন একসময় প্রত্যক্ষ রাজনীতিতে এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জীর হাত ধরেই। তিনি যাদবপুরের সাংসদ হিসেবেও কাজ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে তাঁর কিছুটা দূরত্ব আসে মতাদর্শের কারণে। যে কারণে তিনি রাজনীতি থেকে সাময়িকভাবে সরে দাঁড়ান। যদিও পরে শাসক শিবিরের সঙ্গে তাঁর সেই দূরত্ব মিটেও যায়। কিন্তু তারপর থেকে কবীর সুমন আর কোন নির্বাচনে প্রার্থী হননি। তব বরাবরই মমতা ব্যানার্জ্জীর ভূয়সী প্রশংসা শোনা যেত সুমনের কন্ঠে।

কেন্দ্রের নাগরিকত্ব আইন নিয়েও সরব হয়েছিলেন কবীর সুমন। তাঁকে সেসময় রাজপথেও দেখা গিয়েছিল। তবে কবীর সুমনের অস্ত্র ছিল তাঁর অপূর্ব সঙ্গীত। বয়সজনিত কারণে অবশ্য তাঁর মাঝে মধ্যেই শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল। কিন্তু এবার বাড়াবাড়ি অবস্থায় পৌঁছাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শিল্পীর সুস্থতা কামনায় ইতিমধ্যেই প্রার্থনা শুরু করেছেন তাঁর অগণিত ভক্ত। আপাতত ডাক্তারদের কড়া নজরদারিতে রয়েছেন কবীর সুমন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!