এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হঠাৎ করে ভূমিকম্পের মুখোমুখি উত্তরবঙ্গ, তীব্র চাঞ্চল্য

হঠাৎ করে ভূমিকম্পের মুখোমুখি উত্তরবঙ্গ, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। নির্বাচনী আবহে যখন রাজ্যজুড়ে উঠেছে রাজনৈতিক ঝড়, তখনই উত্তরবঙ্গে হয়ে গেল ছোটোখাটো একটা ভূমিকম্প। অতীতে ভয়ংকর ভূমিকম্পের রূপ দেখে নিয়েছে মানুষ। তাই ভূমিকম্পের নাম শুনলেই আতঙ্কে বুক কেঁপে ওঠে। ভূমিকম্পের মাত্রা অল্প হোক বা বেশি, আতঙ্ক কিন্তু সর্বক্ষেত্রে একই রকম কাজ করে বলে মনে করা হয়। আর এবার হঠাৎ করেই সারাদিন পর ভূমিকম্পের সম্মুখীন উত্তরবঙ্গবাসী। সোমবার রাত  8 টা 50   অর্থাৎ নটা বাজার 10 মিনিট আগে হঠাৎ করেই কেঁপে উঠলো উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল।

সূত্রের খবর- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। এই কম্পনের উৎসস্থল গ্যাংটক বলে জানা যাচ্ছে। আবার আবহবিদদের অনেকাংশের ধারণা, ভূমিকম্পের সম্ভাব্য উৎসস্থল নেপাল। এই ভূমিকম্পনের তীব্রতা নিয়েও সঠিক কিছু জানা যাচ্ছেনা। অনেকেই বলছেন 5.4, আবার অনেকেই বলছেন 4.2। জানা গিয়েছে, 7 থেকে 8 সেকেন্ড পর্যন্ত এই কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গে। আর এই ভূমিকম্পের খুব হালকা একটা প্রভাব দেখা গিয়েছে কলকাতায় বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ভূমিকম্পের কারণে তীব্র আতঙ্কিত হয়ে পড়েন উত্তরবঙ্গের সাধারণ বাসিন্দারা। বহুতলের বাসিন্দারা অতি দ্রুত প্রাণভয়ে নেমে আসেন রাস্তায়। কার্যত হুলুস্থুলু পরিস্থিতি তৈরি হয়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সাথে প্রাণহানির ঘটনাও ঘটেনি বলে সূত্রের খবর। অন্যদিকে উত্তরবঙ্গের সাথে সাথে জানা যাচ্ছে বিহার, আসাম এবং সিকিমেও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে অর্থাৎ কম্পন টের পাওয়া গিয়েছে। আপাতত পরিস্থিতি আয়ত্তে আছে বলে জানা গিয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!