এখন পড়ছেন
হোম > জাতীয় > সংগঠন গড়তে গিয়ে শুরুতেই বড়সড় ধাক্কা বাঙালি অধ্যুষিত এই রাজ্যে, হতাশ ঘাসফুল শিবির

সংগঠন গড়তে গিয়ে শুরুতেই বড়সড় ধাক্কা বাঙালি অধ্যুষিত এই রাজ্যে, হতাশ ঘাসফুল শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সংগঠন গড়তে গিয়ে শুরুতেই বড়সড় ধাক্কা খেলো তৃণমূল বাঙালি অধ্যুষিত অসম রাজ্যে। বিজেপি শাসিত এই রাজ্যে তৃণমূলের সংগঠন একান্তই প্রাথমিক স্তরে রয়েছে, বলা চলে। ইতিপূর্বে অসমে সিএএ, এনআরসি নিয়ে আন্দোলন করার চেষ্টা করলেও সে ভাবে সফল হতে পারেনি তৃণমূল। এবার সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ অখিল গগৈকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি। ফলে, বড়সড় ধাক্কা খেলো তৃণমূল।

অসমে সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হলেন রাজৌর দলের নেতা অখিল গগৈ। তাঁকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁকে অসমে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে আনারও প্রস্তাব দেওয়া হয়েছিল। এই বিষয় নিয়ে তৃণমূলের সঙ্গে তিনি আলোচনাও করেছেন। তিনি জানিয়েছিলেন, এ বিষয় নিয়ে দ্রুত তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। তবে, শেষ পর্যন্ত তিনি জানালেন যে, তৃণমূলের সঙ্গে থেকে তিনি লড়াই করতে চান না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায়, রাজৌর হলো একটি আঞ্চলিক দল। দেশের সমস্ত আঞ্চলিক শক্তিকে একত্রিত করতে চান তাঁরা। সমস্ত আঞ্চলিক শক্তিকে এক করে বিজেপি, আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করতে চান তাঁরা। তিনি স্পষ্ট জানালেন, তৃণমূলের সঙ্গে এখনো পর্যন্ত তিন দফায় বৈঠক করেছেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে তাঁর দলকে জোট করে বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রস্তাব দেওয়া হয়েছিল।

গত ২০১৯ সালের ডিসেম্বর মাসে সিএএ বিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়েছিল রাজৌর দলের নেতা অখিল গগৈকে। দীর্ঘসময় জেলবন্দি ছিলেন। তিনি জেল থেকে রেহাই পাবার পর তাঁকে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতায় এসেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন। এর পরই তাঁকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেয়া হয়। তাঁকে অসমের রাজ্য তৃণমূল সভাপতি করার প্রস্তাব দেয়া হয়। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

অসমের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অখিল গগৈ। তবে গত বিধানসভা নির্বাচনে খুব একটা সাফল্য পাননি। শিবসাগর কেন্দ্র ছাড়া অন্য কোন কেন্দ্র থেকে তাঁর দল জয়লাভ করতে পারেনি। এবার তাঁকে দলে টেনে অসমে বিজেপিকে বড়সড় ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত ছিল তৃণমূলের। বাঙালি অধ্যুষিত ত্রিপুরার মত অসমেও দ্রুত সংগঠন বিস্তারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এ কারণেই তাঁকে দলে এনে দলের শ্রীবৃদ্ধির চেষ্টা ছিল তৃণমূলের। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিলেন অখিল গগৈ। ফলে দলের সংগঠন বিস্তারের কাজ অনেকটাই অসুবিধাজনক হলো তৃণমূলের, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!