এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বঙ্গভঙ্গের দাবি ঘিরে নাছোড় বিজেপি সাংসদ, চললেন দিল্লীর মঞ্জুরি পেতে, ক্ষোভ জমছে বঙ্গ বিজেপিতে

বঙ্গভঙ্গের দাবি ঘিরে নাছোড় বিজেপি সাংসদ, চললেন দিল্লীর মঞ্জুরি পেতে, ক্ষোভ জমছে বঙ্গ বিজেপিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বঙ্গভঙ্গের দাবি নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা প্রথমে বঙ্গভঙ্গের দাবি তোলেন। রাজনৈতিক হিংসাকে হাতিয়ার করে তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলেন। আর এই নিয়ে তিনি এবার কেন্দ্রের মুখোমুখি হতে চলেছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা নিয়ে আবেদন করেন আলিপুরদুয়ারের সাংসদ। আর এবার তিনি রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে আলাদা রাজ্যের দাবি করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

তবে রাজ্য বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিজেপি শিবির অভিভক্ত বাংলা চায়। সেক্ষেত্রে যারা এই দাবি করেছেন, তাঁরা ব্যক্তিগত মতামত দিয়েছেন বলা হয়। এক্ষেত্রে মনে করা হচ্ছে দুই সাংসদ জন বার্লা এবং সৌমিত্র খাঁ এর কথাই বলা হয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপির অধিকাংশ নেতাও কেন্দ্রের কাছে ইতিমধ্যেই আবেদন করেছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই বিতর্ক বাংলায় যেন বন্ধ হয়। তার কারণ গেরুয়া শিবিরের অধিকাংশের ধারণা, বঙ্গভঙ্গের দাবি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেনা। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিজেপিতে ব্যাপক ভাঙন ধরা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তাঁর অনুগামীদের নিয়ে বিজেপি ছেড়ে চলে এসেছেন তৃণমূলে। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে, উত্তরবঙ্গের বিজেপির সাংগঠনিক ভিত এবার দুর্বল হওয়ার পথে। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারের সাংসদ প্রথমে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং জানিয়েছেন, তিনি এবার দিল্লি যাবেন। তবে রাজ্যপালের সঙ্গে তাঁর কি কথা হয়েছে তা তিনি জানাননি। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকরকেও দেখা গিয়েছে, সাম্প্রতিককালে দিল্লী গিয়ে তিনি হেভিওয়েট কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তিনি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক হিংসা নিয়ে সরব হয়েছেন।

অন্যদিকে জানা যাচ্ছে, বঙ্গ বিভাজনে মত নেই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের। ইতিমধ্যেই আরেক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে দিল্লী ডেকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। আপাতত জন বার্লা এই নিয়ে কিছু বলতে চাইছেন না। তবে এভাবে আলাদা রাজ্য করার দাবি তুলে গেরুয়া শিবিরের অন্দরেই কিন্তু ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন আলিপুরদুয়ারের সংসদ। দলের অধিকাংশ ইতিমধ্যেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দিলীপ ঘোষ নিজেই জানিয়ে দিয়েছেন, রাজ্য বিজেপি বঙ্গভঙ্গ চায়না। কিন্তু তার পরেও বিতর্ক থামছে না। আপাতত দেখার, আলিপুরদুয়ারের সাংসদ দিল্লিতে গিয়ে তাঁর দাবি কার্যক্ষেত্রে রূপান্তরিত করতে পারেন কিনা!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!