এখন পড়ছেন
হোম > জাতীয় > হাজার কোটি শুধু অগ্রিম! আমপান বিধ্বস্ত বাংলাকে আরও বড় সাহায্যের পথে নরেন্দ্র মোদী

হাজার কোটি শুধু অগ্রিম! আমপান বিধ্বস্ত বাংলাকে আরও বড় সাহায্যের পথে নরেন্দ্র মোদী


গত বুধবার তীব্র ঘূর্ণিঝড় আমফান প্রবল বেগে শহর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য তছনছ করে দেয়। করোনার পাশাপাশি প্রবল বিপর্যয় নেমে আসে রাজ্যে। আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেখা যায় শহর কলকাতা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকাজুড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর বড় বড় গাছ বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে রাজ্যে। গ্রামাঞ্চলের মাটির বাড়ি বা টিনের চালের বাড়িগুলি প্রায় সবই নিশ্চিহ্ন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বাঁধ ভেঙে জল ঢুকেছে প্রচুর পরিমাণে, কার্যত বন্যার মুখে বহু রাজ্য।

একেই লকডাউন চলাকালীন গরিব মানুষের পেটে টান পড়েছে। তার ওপরে ঘূর্ণিঝড়ের কারণে মাথার উপর থেকে ছাদটাও চলে গেছে। এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান করেন রাজ্যের পরিস্থিতি স্বচক্ষে দেখে যাওয়ার জন্য। 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও মমতার ডাকে সাড়া দিয়ে হাজির হন পশ্চিমবঙ্গে। এরপর তিনি বিস্তীর্ণ এলাকা হেলিকপ্টারের সাহায্যে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই।

এরপরেই অগ্রিম হাজার কোটি টাকা সহায়তা ঘোষণা করেন তিনি। ইতিমধ্যেই সেই টাকা এসে পৌঁছেছে বলে জানা গেছে। এদিন মুখ্য সচিব রাজিব গৌবার নেতৃত্বে আমফান পরবর্তী পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে একটি বৈঠক করেন বলে জানা গেছে। এই বৈঠকে জানা যায়, শীঘ্রই পশ্চিমবাংলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যেতে চলেছে রাজ্যে। সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তর যাতে রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে চলে যে নির্দেশ কেন্দ্রীয় মুখ্যসচিব দিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বিদ্যুৎ ও টেলিযোগাযোগ দপ্তরকে যত শীঘ্র সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, মুখ্য সচিব রাজীব গৌবার নেতৃত্বে যে বৈঠক হয় এদিন সেই বৈঠকে কেন্দ্রের স্বরাষ্ট্র, বিদ্যুৎ, টেলি-যোগাযোগ, খাদ্য, জল-সহ একাধিক মন্ত্রকের আধিকারিকরা ও  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধিকর্তা অংশ নিয়েছিলেন বলে খবর। এবং উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে অংশ নিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। ইতিমধ্যে রাজ্যে হাজার কোটি টাকার অনুদান পৌঁছানো এদিন রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন বলে খবর।

রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে আশ্বস্ত করা হয়েছে এদিন, প্রয়োজনে কেন্দ্র সহযোগিতা আরোও বাড়াবে বলে জানা যাচ্ছে। এদিকে বিশেষজ্ঞদের মতে যেভাবে আমফান বিধ্বস্ত রাজ্যের জন্য প্রধানমন্ত্রী উদারহস্তে অনুদান দিলেন কেন্দ্রের ভাঁড়ে মা ভবানী অবস্থা থাকা সত্ত্বেও, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রশংসায় পঞ্চমুখ সবাই। রাজ্যের পরিস্থিতির বিচারে দেখা যাচ্ছে, রাজ্যের সঙ্গে কেন্দ্রের কিছুটা হলেও দূরত্ব মিটেছে। তাই মনে করা হচ্ছে, আগামী দিনে রাজ্য কেন্দ্র সহযোগিতা এভাবে চললে রাজ্যের পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে উঠবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!