এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে” পঞ্চায়েত নিয়ে আদালতের রায়ের আগেই আশাবাদী শুভেন্দু!

“গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে” পঞ্চায়েত নিয়ে আদালতের রায়ের আগেই আশাবাদী শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর থেকেই সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধীরা। শুধু তাই নয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা, কেন্দ্রীয় বাহিনীর দাবি সহ একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই আদালতে এই ব্যাপারে শুনানি হয়েছে। তবে বিচারপতি রায়দান স্থগিত রেখেছেন। মঙ্গলবার এই ব্যাপারে রায়দান হওয়ার কথা। আর তার আগেই বিচার ব্যবস্থা এবং রায়দান নিয়ে আশা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি কিছুক্ষণ আগেই আমার আইনজীবীর ফোন পেলাম। যেহেতু পিটিশনার আমি, তাই আমাকে জানানো হয়েছে যে, বিচারপতি রায়দান স্থগিত রেখেছেন। আগামীকাল রায়দান করবেন। আমরা আশাবাদী যে, বিচার ব্যবস্থা সঠিক রায় দেবে এবং বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

বলা বাহুল্য, পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পরেই বিন্দুমাত্র দেরি না করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যের বর্তমান শাসক দলের সঙ্গে এবার চোখে চোখ রেখে লড়াই করবে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। সেই কারণে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বেশ কিছু দাবি নিয়ে আদালতে মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন সেই মামলায় দীর্ঘ সওয়াল জবাবের পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। তবে সেই রায়দানের আগেই বিচারব্যবস্থা এবং গণতন্ত্র নিয়ে আশা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!