এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “একজন অফিসারের অ্যাটিচিউড দেখুন..” সরকারি আধিকারিকের ব্যবহারে সোচ্চার শুভেন্দু!

“একজন অফিসারের অ্যাটিচিউড দেখুন..” সরকারি আধিকারিকের ব্যবহারে সোচ্চার শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ক্রমাগত চলছে লোডশেডিং। যার যন্ত্রণা পোহাতে হচ্ছে গোটা রাজ্যবাসীকে। মিনিটে মিনিটে কারেন্ট যাওয়ার কারণে হাঁসফাঁস গরমে রীতিমত অতিষ্ঠ বাংলার মানুষ। আর এই পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরে গিয়ে গোটা বিষয়ে আধিকারিকের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। তবে সরকারি আধিকারিকের ব্যবহার নিয়ে রীতিমতো সোচ্চার হলেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন বিদ্যুৎ দপ্তরে গিয়ে সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একজন জনপ্রতিনিধির সঙ্গে সরকারি আধিকারিকের কি রকম আচরণ করা উচিত, তা নিয়ে প্রশ্ন তোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আপনারা অ্যাটিচিউডটা দেখলেন! একজন সরকারি অধিকারিকের কিরকম ব্যবহার করতে হয়, সেটা একটু দেখুন। আগেই মুখ না দেখিয়ে পালিয়ে গেলেন। আমরা তো আর ওনাদের সঙ্গে গণ্ডগোল করতে পারব না। আর আমরা সেটা করার জন্য আসিনি। কিন্তু ওনাদের ব্যবহারটা শুধু দেখুন।”

বলা বাহুল্য, বিভিন্ন সময়ে অভাব, অভিযোগ নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে হঠাৎ করেই চলে যেতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। তবে কখনও পুলিশ প্রশাসন, আবার কখনও বা সরকারি দপ্তরের আধিকারিকের ব্যবহার নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আর এবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের ব্যবহার নিয়েও সোচ্চার হলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!