এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > হেভিওয়েট বাম নেতাকে বুথে যেতে বাধা, জুতো ছোড়া ও গাড়িতে ভাংচুরের অভিযোগ

হেভিওয়েট বাম নেতাকে বুথে যেতে বাধা, জুতো ছোড়া ও গাড়িতে ভাংচুরের অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার চ্যালেঞ্জ রয়েছে নির্বাচন কমিশনের। তবে, নির্বাচন শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি ও গন্ডগোলের খবর আসতে শুরু করেছে বিভিন্ন স্থান থেকে। আজ শালবনিতে বুথে ঢুকতে গিয়ে তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হলেন সিপিএম নেতা ও প্রার্থী সুশান্ত ঘোষ। বারবার তাঁকে বুথে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এমনকি, জুতো ছোড়া, তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে, অভিযোগ করেছেন তিনি।

জঙ্গলমহলের শালবনি কেন্দ্র থেকে লড়াই করছেন সিপিএম প্রার্থী ও একসময়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ। তাঁর বিরুদ্ধে লড়াই করেছেন তৃণমূলের শ্রীকান্ত মাহাতো ও বিজেপির রাজীব কুণ্ডু। আজ তাঁর একাধিক বুথ পরিদর্শনের সময় তৃণমূলের তীব্র বাধার মুখে পড়লেন সুশান্ত ঘোষ। এমনই অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, আজ একাধিক বুথে তৃণমূল কর্মীরা বসতে দিচ্ছে না তাঁর এজেন্টদের। তাদের হুমকি দিচ্ছে তৃণমূল কর্মীরা। তিনি অভিযোগ করেছেন, তিন চারদিন ধরে তাদের বারবার হুমকি দিয়েছে তৃণমূল কর্মীরা। গণতন্ত্র বিঘ্নিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সুশান্ত ঘোষ জানিয়েছেন, এভাবে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। তিনি জানিয়েছেন, নির্বাচনের পর শাসকদল বুঝতে পারবে যে, মানুষ কি সিদ্ধান্ত নিয়েছে? তাঁর অভিযোগ, তৃণমূল কর্মীরা বারবার সিপিএম এজেন্টদের বুথে প্রদেশে বাধা দিচ্ছে। তিনি অভিযোগ করেছেন, গুইয়াদহ প্রাথমিক স্কুলে তৃণমূল কর্মীদের সঙ্গে তীব্র বচসা বাধে। এমনকি তাকে জুতা ছুড়ে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও, তিনি অভিযোগ করেছেন।

এরপর তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়েছে। গাড়ির সামনের কাচ ভেঙে পর্যন্ত ভেঙে গেছে। সুশান্ত ঘোষ অভিযোগ করেছেন যে, যাদের এজেন্ট হওয়ার কথা, তারাই বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। বাইরে থেকে এজেন্ট আনতে হচ্ছে। রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। ২০১১ সাল থেকে যারা রাজ্য সামলাচ্ছে, ভোটের পর তারা বুঝতে পারবে যে, মানুষ তাদের জন্য কি রায় দিয়েছে।

শালবনিতে সুশান্ত ঘোষকে বুথে প্রবেশে বাধা দিলে বুথের সামনে তৃণমূল-বাম কর্মীদের বিরোধ বাধে। তাঁর নিরাপত্তারক্ষীরা কোনরকমে বাইরে নিয়ে যান সুশান্ত ঘোষকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার রিপোর্ট জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!