এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্য সরকার দিচ্ছে না প্রাপ্য ১,৪০০ কোটি টাকা, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন এই হেভিওয়েট নেতা

রাজ্য সরকার দিচ্ছে না প্রাপ্য ১,৪০০ কোটি টাকা, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন এই হেভিওয়েট নেতা


এবার মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেই মেট্রো চ্যানেলে ধর্ণায় বসার পরিকল্পনা করলেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। গতকাল পুরসভার সাংবাদিক সম্মেলনেই একথা ঘোষণা করে দিলেন তিনি। কারণ হিসাবে জানালেন,মিরিক,দার্জিলিং পুরসভায় জন্য অর্থবরাদ্দ হলেও শিলিগুড়ি পুরসভার জন্যে একটা টাকাও বরাদ্দ হয়নি রাজ্য বাজেটে।

তাছাড়া,পুরসভাকে না জানিয়েই এসজেডিএ,উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজেদের মর্জিমতো কাজ করছে। হস্তক্ষেপ করছে লোকাল বডির কাজে। এসবের প্রতিবাদেই কোলকাতায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন তিনি। অশোকবাবু আরো বললেন,’মুখ্যমন্ত্রীই তো মেট্রো চ্যানেলে ধর্না করে পথ দেখালেন।

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারে না। কেন্দ্র যা করছে তা সমর্থন করা যায় না। মুখ্যমন্ত্রীর আন্দোলনকে সমর্থন করি। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র যেমন রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারে না।’ আর সেরকমভাবেই রাজ্যসরকারের কাজে নাকগলানোর কোনো অধিকারই নেই স্থানীয় প্রশাসন অর্থাৎ লোকাল বডির।

মুখ্যমন্ত্রী যদি এরজন্যে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করার অধিকারও রয়েছে। রাস্তা তো স্বয়ং মুখ্যমন্ত্রীই দেখিয়ে দিলেন। অশোক বাবু আরো জানান,এর আগেও প্রাপ্য আদায়ের দাবীতে নবান্ন অভিযান এবং আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তখন মুখ্যমন্ত্রী এবং নগরোন্নয়ন মন্ত্রী আশ্বাসে প্রতিবাদ থেকে বিরত থাকা হয়েছিল। কিন্তু এখন আর ধৈর্য্য রাখা যাচ্ছে।

প্রতিশ্রুতির এক বছর কেটে গেলেও এখনো শিলিগুড়ি পুরসভার বরাদ্দ টাকা আসেনি। তাই এবার অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির মেয়র জানান,আগামী দু’এক দিনের মধ্যেই শিলিগুড়ি পুরসভার সমস্ত কাউন্সিলার এবং মেয়র পরিষদ সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ধর্নায় বসার দিনক্ষণ ঠিক করা হবে।

প্রসঙ্গত,শিলিগুড়ি পুরসভার ক্ষমতায় আসার পর থেকে আর্থিক বঞ্চনার দাবী তোলেন বামফ্রন্ট নেতা অশোক ভট্টাচার্য। রাজ্যের সরকারি প্রকল্পের বরাদ্দ অর্থ পাওয়া তো দূরের কথা,কেন্দ্র সরকারের প্রকল্পের বরাদ্দও আটকে দিয়েছে তৃণমূল। শিলিগুড়ির উন্নয়নে বাধা দিতে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা, সংসদ সদস্যদের তহবিলের টাকাও দার্জিলিংয়ের জেলাশাসক আটকে দিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অশোকবাবু আরো জানান,রাজ্য উন্নয়নের খাতিরে অন্যান্য পুরসভাকে টাকা দিলেও শিলিগুড়ি পুরসভাকে একটা টাকাও দেওয়া হয়নি। মেয়রের বক্তব্য,শিলিগুড়ি পুরসভা চতুর্দশ ফিন্যান্স কমিশনে মাত্র ১৩ কোটি ৬৮ লক্ষ টাকা এবং আরবার এমপ্লয়মেন্টে মাত্র ৪ কোটি ৬৪ লক্ষ টাকা পেয়েছে।

তাও অপরিকল্পিত খাতে। পরিকল্পিত খাতে একটা টাকাও শিলিগুড়ি পায়নি বলেও অভিযোগ জানান তিনি। এবং দাবী করেন,পুরসভা রাজ্যসরকারের কাছে এখনো ১৪০০ কোটি টাকা পাবে। শুধুমাত্র শিলিগুড়ি পুরসভা বামেদের দখলে বলে এভাবে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে বলেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

তবে এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবী করলেন পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার। পাশাপাশি মেয়রের ধর্নার হুমকির কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। বললেন,আগেও বহুবার শিলিগুড়ির মেয়র আদালতের মামলা করবেন, রাজ্যব্যাপী আন্দোলন করবেন বলে হুঁসিয়ারী দিয়েছেন।

সবই ফাঁপা আওয়াজ বলে দাবী করলেন তিনি। তাঁর বক্তব্য,আসলে পুরসভার মেয়াদ ফুরাতে আর মাত্র একবছর বাকি তাই ক্ষমতার রাশ নিজের হাতে ধরে রাখতে এভাবে তৃণমূলের দিকে কাদা ছুঁড়ছেন মেয়র। এরপর কটাক্ষের সুর আরো তীক্ষ্ণ করে বলেন, এতোদিন পুরসভার ক্ষমতায় থেকে উন্নয়ন তো দূরের কথা শিলিগুড়িকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন অশোক বাবু।

এরজন্য তো মানুষের কাছে জবাব দিতে হবে। আর সেজন্য আগে থেকেই মায়া কান্না কাঁদতে শুরু করেছেন, নাটকবাজি করছেন। রাজ্য সরকার অনেক বেশি টাকা দিয়েছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য ভিত্তিহীন তথ্য দিচ্ছেন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!