এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুতে নয়া মোড়! CID-এর হাতে ‘মূল’ অভিযুক্তর গ্রেপ্তারি ঘিরে জল্পনা!

বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুতে নয়া মোড়! CID-এর হাতে ‘মূল’ অভিযুক্তর গ্রেপ্তারি ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বেশ কিছুদিন আগে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করতে দেখা যায় হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে। আর তারপরেই এই গোটা ঘটনায় আত্মহত্যা না খুন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যজুড়ে। পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা বলে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন। তবে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে এই তথ্যকে মানা হয়নি‌।

তাদের পাল্টা দাবি, গোটা ঘটনায় সিবিআই তদন্ত করাতে হবে‌। কিন্তু রাজ্যের পক্ষ থেকে বিধায়কের মৃত্যুতে শুরু করা হয় সিআইডি তদন্ত‌। অবশেষে সেই তদন্তে অন্যতম অভিযুক্ত মাবুদ আলীকে গ্রেফতার করল সিআইডি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মালদহের মোথাবাড়ি থানা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে উত্তর দিনাজপুর জেলা আদালতে তোলা হবে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এখন গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায় হেমতাবাদ এর বিধায়ক দেবেন্দ্রনাথ রায় পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছিল যেখানে নিলয় সিংহ এবং মাবুদ আলীর নাম ছিল বলে অভিযোগ ওঠে। মূলত এই নিলয় সিংহের বাড়ি মালদার ইংরেজবাজার এবং মাবুদ আলীর বাড়ি চাঁচোলে। মূলত, প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী এই দুইজনের নামে থানায় অভিযোগ করার পর পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়।

ঘটনার একদিন পর নিলয় সিংহকে গ্রেফতার করা হলেও মাবুদের খোঁজে ছিল প্রশাসন। অবশেষে সেই মাবুদ আলিকে গ্রেফতার করল পুলিশ সিআইডি। পুলিশের বক্তব্য, ইমানপুরে বাড়ি এই মাবুদ আলী গত বেশ কয়েক বছর ধরে বিলাসবহুল জীবনযাপন শুরু করেছিলেন। সম্প্রতি দামি গাড়ি কেনেন তিনি। তার নামে নানা অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে। তাই এহেন পরিস্থিতিতে বিধায়কের সুইসাইড নোটে মাবুদ আলীর নাম থাকায় তাকে জেরা করে সঠিক তথ্য অনুসন্ধান করতে চায় প্রশাসন।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, “রাজ্য পুলিশ সমস্ত তথ্য গোপন করছে। খুনের ঘটনা আত্মহত্যা বলে চালানো হচ্ছে। সিবিআই তদন্ত হলে প্রকৃত তথ্য সামনে আসবে।” অন্যদিকে বিজেপি বিষয়টা নিয়ে রাজনীতি করছে। রাজ্য পুলিশ সঠিকভাবেই তদন্ত করছে বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল। সব মিলিয়ে এবার প্রকৃত অভিযুক্তকে গ্রেফতার করলেও, তদন্তে ঠিক কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!