এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার মন্ত্রীর চরম ঔদ্ধত্য, বাড়ি থেকে বের করে পেটানোর হুমকি! সোচ্চার বিজেপি!

মমতার মন্ত্রীর চরম ঔদ্ধত্য, বাড়ি থেকে বের করে পেটানোর হুমকি! সোচ্চার বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ঠিক কথাই বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঝাড় যেরকম, সেখানে তো বাঁশ সেই রকমই হবে। যে দলের নেত্রী যা ইচ্ছে তাই বলেন দেশের প্রধানমন্ত্রীকে, সেই দলের নেতা-মন্ত্রীরা তো বিরোধী দলকে সম্মান দেবে না, তাদেরকে কটুক্তি করবে, এটাই স্বাভাবিক। তৃণমূলের কাছ থেকে অন্তত এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে যখন মন্ত্রীরা জেলে যাচ্ছে, যখন দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা বুঝতে পারছে যে, আগামী দিন তাদের সুখবর হবে না, তখন অন্তত তারা শিষ্টাচার মেনে যে কটা দিন ক্ষমতায় আছে, ততদিন রাজ্যের মানুষকে শান্তি দেবেন, এমনটা আশা করেছিলেন সকলেই। কিন্তু না। তৃণমূলের কাছ থেকে এমন কিছু আশা করা একেবারেই বৃথা। যার প্রমান হাতেনাতে দিয়ে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। একেবারে প্রকাশ্যেই বিজেপিকে বাড়ি থেকে বের করে পেটানোর হুমকি দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন কোচবিহারের ভেটাগুড়িতে একটি মিছিল হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত বিরোধী দলকে হুমকি দিয়ে বসেন উদয়ন গুহ। তিনি বলেন, “আমি মন্ত্রী হয়েও বলছি, হয়তো আইনের খেলাপ হতে পারে। কিন্তু তবুও বলছি, আজকে যারা মিছিলের সামনে হেঁটেছে, তাদের কেউ যদি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে আক্রান্ত হয়, তাহলে আমিও বলছি, যারা এই কাজ করবে, তাদের বাড়ি থেকে বের করে পেটানো হবে।” আর এখানেই প্রশ্ন, কোন জায়গায় রাজ্যকে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? একজন মন্ত্রী, তিনি কি করে এই ধরনের কথা বলতে পারেন? যিনি সংবিধানের শপথ নিয়েছেন, যিনি আইনের রক্ষক, তিনি প্রকাশ্যে বিজেপিকে হুমকি দিচ্ছেন। তাহলে তার নীচুতলার কর্মীরা বিজেপি কর্মীদের ওপর কিভাবে নির্যাতন করছে, তা তো মন্ত্রীর এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে, বিজেপি যে সন্ত্রাসের অভিযোগ রাজ্য জুড়ে করছে, তা একশো শতাংশ সঠিক।

ইতিমধ্যেই গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, শাসক দলের বিন্দুমাত্র লজ্জা বলতে কিছু নেই। গোটা রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। বিরোধীরা কথা বলার সুযোগ পায় না। মন্ত্রী এবার প্রকাশ্যে পেটানোর হুমকি দিচ্ছেন। গণতন্ত্রের প্রত্যেকটি স্তম্ভকে ধ্বংস করে হিংসার খেলায় মেতে উঠেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এই সরকারকে উৎখাত না করলে আগামী দিন এই হিংসা ভয়াবহ জায়গায় পৌঁছে যাবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এখানে তৃণমূল নেতারা যেটা বলবেন, সেটাই ঠিক। মধ্যযুগীয় বর্বরতা, হিংসা, হানাহানিতে মেতে উঠেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর হাতে আর কন্ট্রোল বলতে কিছু নেই। তিনি বুঝে গিয়েছেন, তার দল আর বেশি দিন ক্ষমতায় থাকবে না। তাই শেষ পর্যন্ত যত সময় এগিয়ে আসছে বিদায় নেওয়ার, ততই হিংস্র হতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। অবিলম্বে এই সরকারকে বিদায় জানাতেই হবে। তা না হলে রাজ্য হিংসা থেকে মুক্তি পাবে না। মন্ত্রীর ভয়াবহ বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!