এখন পড়ছেন
হোম > জাতীয় > হঠাৎ করেই ইস্তফা ৪ হেভিওয়েট মন্ত্রীর, দল ছাড়ছেন ৩ বিধায়ক! চূড়ান্ত জল্পনা শুরু এই রাজ্যে!

হঠাৎ করেই ইস্তফা ৪ হেভিওয়েট মন্ত্রীর, দল ছাড়ছেন ৩ বিধায়ক! চূড়ান্ত জল্পনা শুরু এই রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে বিধানসভা নির্বাচন আসন্ন এরই মধ্যে দলে ভাঙন শুরু হয়েছে গেরুয়া শিবিরে। অস্বস্তি বাড়ছে মণিপুরের বিজেপি অন্দরমহলে। জানা গেছে গত বুধবার বিজেপি ছেড়ে তিনজন বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে ছিলেন সুভাষচন্দ্র সিং, টিটি হাওকিপ ও স্যামুয়েল জেন্ডাই। মণিপুরের বিধানসভার মোট আসন ৬০ টি।

এরমধ্যে গত বুধবার তিনজন বিধায়কের দলত্যাগ বিজেপির জন্য আশঙ্কা জনক বলেই ধারনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানা গেছে মণিপুরে বিজেপিকে নিয়ে বহু অভিযোগ এমনিতেই শুরু হয়েছিল। এরপর ফের বৃহস্পতিবার জল্পনা বাড়িয়ে চার জন ক্যাবিনেট মন্ত্রী মুখ্যমন্ত্রী বীরেন সিংহকে ইস্তফা পত্র পাঠিয়েছেন বলে সূত্রের খবর। এই চার জন মন্ত্রী জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি থেকে ক্যাবিনেটে জায়গা করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চার জন মন্ত্রীর মধ্যে রয়েছেন, উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী ওয়াই জয়কুমার সিং, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লেটপাও হাওকিপ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এল জয়ন্ত কুমার সিং এবং উপজাতি ও পাহাড়ি এলাকা উন্নয়ন মন্ত্রী এন কায়িশি। এই হেভিওয়েট মন্ত্রীদের ইস্তফা জমা দেওয়াতে বর্তমানে মণিপুরে বিজেপির আওতাভুক্ত থাকছে ১৮ জন বিধায়ক। যা বিজেপি মহলে যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নেতামন্ত্রিদের মতামত অনুযায়ী বিজেপি সংখ্যার জোরে নয় টাকার জোরে দল গঠন করেছিল। গত কয়েক বছরে উত্তর-পূর্বের একের পর এক জায়গায় বিজেপি সরকার নিজেদের দলের পতাকা তুলেছে। কিন্তু কোথাওই সংখ্যার জোর ছিল না।বিশেষত মণিপুরে প্রথম থেকেই অমিত শাহের সরকার টলমলে ছিল। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে আসতে আসতে ঘুঁটি বদলে যাচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক মহল।

বিশ্লেষকদের মতে প্রথম থেকেই মণিপুরের বিজেপি সংগঠনের ভীত আলগা ছিল। এবার একেরপর এক মন্ত্রীর দলবদলে বিজেপির রক্তচাপ বাড়ছে। জানা গেছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মণিপুরে বিজেপির ভাঙন নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!