হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন: একনজরে সমস্ত এক্সিট পোল জাতীয় বিশেষ খবর December 14, 2017 গুজরাটের দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হতেই গুজরাটের পাশাপাশি সামনে আসতে করেছে হিমাচল প্রদেশের বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা। বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে কংগ্রেস প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যেতে চলেছে হিমাচল প্রদেশ থেকে, গুজরাটের পাশাপাশি হিমাচল প্রদেশেও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। শুধু ক্ষমতায় আসায় নয়, প্রধান প্রতিপক্ষ কংগ্রেসকে বহু যোজন দূরে ফেলে দিয়ে হিমাচল প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন সংস্থার করা হিমাচল প্রদেশে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কি ফলাফল হতে চলেছে, জি নিউজ ও এক্সিসের বুথ ফেরত সমীক্ষা বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৫১ টি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৭ টি আসন আর অন্যান্যরা পেতে পারে ০ টি আসন নিউজ নেশনের বুথ ফেরত সমীক্ষা বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৪৩-৪৭ টি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৯-২৩ টি আসন আর অন্যান্যরা পেতে পারে ১-৩ টি আসন আজ তকের বুথ ফেরত সমীক্ষা বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৪৭-৫৫ টি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৩-২০ টি আসন আর অন্যান্যরা পেতে পারে ০-২ টি আসন নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৪২-৫০ টি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৮-২৪ টি আসন আর অন্যান্যরা পেতে পারে ০-২ টি আসন সাহারা সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষা বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৪২-৫০ টি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৮-২৪ টি আসন আর অন্যান্যরা পেতে পারে ০-২ টি আসন টাইমস নাও- ভিএমআর এর বুথ ফেরত সমীক্ষা বিজেপির দখলে থাকতে চলেছে অন্তত ৫১ টি আসন অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১৬ টি আসন আর অন্যান্যরা পেতে পারে ১ টি আসন আপনার মতামত জানান -