এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী তালিকা ঘোষণায় এত দেরি কেন? তৃণমূলকে কড়া আক্রমন দিলীপ ঘোষের!

প্রার্থী তালিকা ঘোষণায় এত দেরি কেন? তৃণমূলকে কড়া আক্রমন দিলীপ ঘোষের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রতিবার প্রথা অনুযায়ী নির্বাচনের দিন যে দিন ঘোষণা হয়, সেদিনই প্রার্থী তালিকা ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিন্দুমাত্র দেরি না করে রাজ্যের সবকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে লোকসভা বা বিধানসভায় চমক দিতে দেখা যায় তাকে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণরূপে ভিন্ন। গত শুক্রবার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেও এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেলেও এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসকে।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বিলম্বের কারণে ঘাসফুল শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই প্রার্থী তালিকা ঘোষণা করতে দেরি হচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেল তাকে। বলা বাহুল্য, বারবার নির্বাচনের ঘোষণার দিনের পর তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জল্পনা তৈরি হয়। কিন্তু প্রতিদিন সেই দিন পিছিয়ে যেতে থাকে।

অবশেষে গত বুধবার বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যায়, আজ শুক্রবার তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। যা কার্যত নজির বলেই মনে করছেন একাংশ। প্রতিবার যেখানে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার দিনেই তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়, সেখানে কেন এত বিলম্ব! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে এই বিষয়ে মুখ খুলে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকের পর এই ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ভয় পেয়েছে তৃণমূল। তাই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না।”

বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল কংগ্রেসের কাছে এবারের নির্বাচন খুব একটা সহজ নয়। দিনকে দিন বিজেপির চাপ বাড়ছে। তৃণমূল থেকে নেতারা বিজেপিতে গিয়ে ঘাসফুল শিবিরের চাপ আরও বাড়িয়ে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চাইছে ঘাসফুল শিবির। আর সেই কারণেই তাদের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করতে কিছুটা হলে দেরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে অতীতে এই ঘটনা না হলেও, এবার যে বিজেপির চাপেই তৃণমূলকে কিছুটা সাবধানী পথ অতিক্রম করতে হচ্ছে, তা বুঝতে পেরেই শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করলেন বিজেপির দিলীপ ঘোষ। যা তৃনমূলকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!