এখন পড়ছেন
হোম > রাজ্য > আইএমএ নির্বাচনেও প্রবলভাবে তৃণমূল বনাম বিজেপি – অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত ময়দান

আইএমএ নির্বাচনেও প্রবলভাবে তৃণমূল বনাম বিজেপি – অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত ময়দান


ক্রমশ জটিল হচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর হেড কোয়ার্টার্সের শীর্ষকর্তার নির্বাচন। বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠছে দিনের পর দিন। এবার সরাসরি কেন্দ্রের শাসকদল বিজেপি’র বিরুদ্ধে এই নির্বাচনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপের লিখিত অভিযোগ জানালেন রাজ্য থেকে আইএমএ’র সর্বভারতীয় সভাপতি পদের অন্যতম প্রার্থী তথা তৃণমূলের সংসদ সদস্য ডাঃ শান্তনু সেন। দু’জন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি’র অন্যতম রাজ্য সহ-সভাপতি’র বিরুদ্ধে ডাক্তারদের নির্বাচনে নিজের দলের হয়ে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ সর্বভারতীয় আইএমএ নির্বাচনের অভিযোগ গেল সর্বভারতীয় আইএমএ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। পঞ্চায়েত নির্বাচন পর্ব,লোকসভা ভোটের প্রস্তুতি কালে যে দুই বিরোধী গোষ্ঠীর পারস্পরিক আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত রাজনৈতিক ক্ষেত্র,তাদের সংঘাত এবার স্পষ্ট আইএমএ নির্বাচনেও।

দুই প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে একজনের বিরুদ্ধে তাঁর প্রতিযোগী পদপার্থীর হয়ে প্রচার করার অভিযোগ করেছেন শান্তনু বাবু। অন্যদিকে,দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ,বিজেপি তরফের আইএমএ’র জাতীয় মেডিক্যাল জার্নাল জিমা’র সম্পাদক ডাঃ সমরেন্দ্রকুমার বসুকে ফোন করে বিজেপির প্রতিযোগী প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করা হয়েছে। আর এ বিষয়ে মধ্যস্থতা করার জন্য রাজ্য বিজেপি’র অন্যতম সহ-সভাপতি ডাঃ সুভাষ সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে জিমা সম্পাদক সমরেন্দ্র বাবু যুক্তিতে জানালেন,” হ্যাঁ, আমাকে সুভাষবাবু ফোন করে ডাঃ হরিশ গুপ্তা নামে আইএমএ নির্বাচনের অন্যতম পদপ্রার্থীকে ভোট দিতে অনুরোধ করেছেন। পাশাপাশি একজন কেন্দ্রীয় মন্ত্রীকেও ফোনে ধরিয়েছিলেন। যদিও তিনিই জে পি নাড্ডা কি না, আমি নিশ্চিত নই।”

তবে এসব অভিযোগ মানতে নারাজ বিজেপি শিবির। গোটা ‘অভিযোগ’ টিকে ‘মিথ্যাচার’ এবং ‘ভিত্তিহীন’ বলে ব্যাখ্যা করেন বিজেপি’র অন্যতম রাজ্য-সহ সভাপতি সুভাষবাবু। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন,সাহস থাকলে কল রেকর্ডিং দেখিয়ে সঠিক তথ্য প্রমান সামনে আনতে।এ বিষয়ে শান্তনুবাবুর প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় আইএমএ’র আর এক সভাপতি পদপ্রার্থী ডাঃ হরিশ গুপ্তা পাল্টা প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই ডাঃ সেনের নামে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন। এবং শান্তনু সেনের অভিযোগকে তিনিও মিথ্যাচার বলেই ব্যাখ্যা করেছেন। বিজেপির ভাবমূর্তি নষ্ট করার তাগিদেই তিনি এমনটা করেছেন বলে দাবী তাঁর। যুক্তিতে জানালেন,’সকলেই জানে, একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের এমপি হয়েও ডাক্তারদের নির্বাচনে দাঁড়িয়েছেন শান্তনুবাবু।’

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গত,২০০৫ সাল নাগাদ শেষবারের জন্য আইএমএ হেড কোয়ার্টার্সের শীর্ষপদে এসেছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। বহুদিন ধরেই এই পদের দাবীদার বাংলা। দাবীদারের পদে তিনজনের মধ্যে দু’জনই বাংলার চিকিৎসক। একজন দীর্ঘদিন আইএমএ এবং চিকিৎসক রাজনীতির সঙ্গে যুক্ত তৃণমূলের সাংসদ ডাঃ শান্তনু সেন। অন্যজনও আইএমএ রাজনীতি ও রাজনৈতিক বাতাবরণে শান্তনুবাবুর বিরোধী বলে পরিচিত চিকিৎসক ডাঃ রামদয়াল দুবে। এই নির্বাচনের প্রস্তুতি পর্ব জোরকদমে চলছে এই মুহূর্তে। ব্যালেট গ্রহণ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর বিকেল ৫ টা অব্দি। গণনা শুরু হবে ১ নভেম্ভর ১১ টায়। প্রায় ৩ হাজারের মতো ভোটার রয়েছে। ইতিমধ্যেই যে ব্যালেট চলে গিয়েছে তাঁদের কাছে। সেই ব্যালেট এবার জাতীয় আইএম দপ্তরে ফেরত আসবে। নতুন আইএমএ সভাপতি দায়িত্বে আসার দিন চূড়ান্ত হয়েছে চলতি বছরের ডিসেম্বের ২৮ তারিখ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!