এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠলো জামবনীর চিল্কিগড়ে

ফের তৃণমূলের অন্দরে গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠলো জামবনীর চিল্কিগড়ে

রবিবার রাতে শান্তনু রায় নামে এক তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো তৃণমূলেরই অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে।জামবনী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সমীর ধলের অনুগামী শান্তনুবাবুর অভিযোগ গত রবিবার রাতে চিল্কাগড়ে একটি চায়ের দোকানে চা খাবার সময় হটাৎ সাতজনের একটি দল তাকে তুলে নিয়ে যায় এবং লোহার রডের দ্বারা বেধড়ক মারে তাকে।তিনি জ্ঞান হারালে পালায় তারা।এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতলে ভর্তি করা হয়।
সমীরবাবুর অভিযোগ, যারা মেরেছে, তারা আগে সিপিএম ও বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে। যদিও ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা বলেন,অভিযুক্তরা তৃণমূলের কর্মী। তার ঠিক করে ঘটনাটি জানা নেই। কিন্তু দলের সদস্য হলে তাদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে।ঝাড়গ্রামের পুলিশ এই বিষয়ে নিজেদের তদন্ত শুরু করে দিয়েছেন।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!