এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জয় শ্রীরাম স্লোগানে আপত্তি, মমতাকে পথ বাতলে দিলেন দিলীপ ঘোষ !

জয় শ্রীরাম স্লোগানে আপত্তি, মমতাকে পথ বাতলে দিলেন দিলীপ ঘোষ !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান উঠেছিল। যে ঘটনাকে কেন্দ্র করে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে না উঠে নিচে থেকেই বক্তব্য রাখেন তিনি। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এবার গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কার্যত রাজ্য সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে জয় শ্রীরামে আপত্তি থাকলে প্রয়োজনে বিধানসভায় বিল এনে তা বন্ধ করে দিন বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “জয় শ্রীরামে এত আপত্তি থাকবে কেন ! প্রতিদিন আমাদেরকে জয় বাংলা বলে পেছনে লাগা হয়। আমরা তো রাজনীতি ছেড়ে পালাইনি। আর যদি এতই জয় শ্রীরাম স্লোগানে আপত্তি থাকে, তাহলে বিধানসভায় তো রোজ কিছু না কিছু বিল আনছে। এইরকম একটি বিল এনে বলে দিন যে, পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম চলবে না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাজ্য সরকারকে চাপের মুখে ফেলে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!