এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অধীর চৌধুরী দায়িত্ব পেতেই রাস্তার আন্দোলনে পুরোপুরি কংগ্রেসকে নামিয়ে পুরোদমে ঝাঁপিয়ে পড়লেন

অধীর চৌধুরী দায়িত্ব পেতেই রাস্তার আন্দোলনে পুরোপুরি কংগ্রেসকে নামিয়ে পুরোদমে ঝাঁপিয়ে পড়লেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতির আবার দায়িত্ব পেয়েছেন তিনি। আর দায়িত্ব পাওয়ার সাথে সাথেই নানা কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে দলকে সক্রিয় করার চেষ্টা করছেন অধীর রঞ্জন চৌধুরী। এবার লকডাউন পর্বে নানা প্রান্তে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে সক্রিয় হল প্রদেশ কংগ্রেস।

সূত্রের খবর, অধীর রঞ্জন চৌধুরী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নির্দেশে কংগ্রেসের প্রথম কর্মসূচি হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাইরে থেকে যাওয়ার বিষয়। অর্থাৎ কংগ্রেস নেতৃত্ব একদিকে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার যে পরিযায়ী শ্রমিকদের কোনোভাবেই সাহায্য করছে না, তার বিষয়টি তুলে ধরেই এবার ময়দানে নেমে পড়েছে হাত শিবির।

জানা গেছে, বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে জেলাশাসকদের কাছে ডেপুটেশন দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। মূলত দুই সরকারকে চাপে রাখাই যে কংগ্রেসের কাছে এখন প্রধান লক্ষ্য, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর রঞ্জন চৌধুরী দায়িত্ব নেওয়ার পরপরই একদিকে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অন্যদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার অস্বস্তিতে ফেলে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মানুষের মনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে বলেই মত রাজনৈতিক মহলের।

এদিন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন 11 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক লকডাউনে রাজ্যে ফেরত এসেছেন। আমি শুধু মুর্শিদাবাদ জেলা থেকে দেড় লক্ষ শ্রমিকের তালিকা পাঠিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকরা এখনও কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ পাননি। এরপরে কংগ্রেসের আন্দোলন তীব্র হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুধু পরিযায়ী শ্রমিক নয়, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর যে রিয়া চক্রবর্তীকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, সেই রিয়া চক্রবর্তীর পক্ষ নিয়েও কংগ্রেসকে ময়দানে নামতে দেখা গেছে। অর্থাৎ রিয়াদেবীকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছে অধীর রঞ্জন চৌধুরী এবং তার অনুগামীরা। আর এবার পরিযায়ী শ্রমিকের মত স্পর্শকাতর বিষয়ে বাংলায় ময়দানে নেমে কেন্দ্র এবং রাজ্যের সরকারের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন অধীর চৌধুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “পরিযায়ী শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় সরকার যে ভয়ঙ্কর মনোভাব নিয়েছিল, তা দেশের মানুষ দেখেছেন। কিন্তু এই রাজ্যে সরকার তাদের বাড়ি ফেরানোর ও তাদের স্বাস্থ্যবিধি মেনে রাখার ব্যবস্থা করেছে। অভিযোগ করার আগে তথ্যটা জেনে নেওয়া ভালো।” তবে যেভাবে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পরেই অধীর রঞ্জন চৌধুরী গোটা দলকে রাস্তায় নামানোর জন্য একের পর এক কর্মসূচি বেঁধে দিচ্ছেন, তাতে কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে ময়দানে নেমে কতটা বিরোধীদের অস্বস্তি বাড়িয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!