এখন পড়ছেন
হোম > রাজ্য > মন্ত্রীর নির্দেশে গ্রেফতার দলেরই ৭ জন,গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

মন্ত্রীর নির্দেশে গ্রেফতার দলেরই ৭ জন,গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দিন পাঁচেক ধরেই অশান্ত মঙ্গলকোট। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবং দলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর অনুগামীদের মধ্যে লড়াইয়ে উতপ্ত ছিল মঙ্গলকোট। এদিন মন্ত্রী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পুলিশে অভিযোগ দায়ের করলেন নিজের দলেরই কিছু কর্মীর বিরুদ্ধে।কদিন আগেই নেত্রীর নামে ‘জিন্দাবাদ’ স্লোগান তুলে দলীয় পতাকা ও ঝাঁটা হাতে তৃণমূলের প্রমীলা বাহিনী সিদ্দিকুল্লাবাবুর গাড়ি আক্রমণ করে। সিদ্দিকুল্লাবাবুর অভিযোগ যে আক্রমণকারীরা সবাই অপূর্ব চৌধুরীর অনুগামী। আর এই নিয়ে মন্ত্রীর অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে মঙ্গলকোট থানার পুলিশ।ব্লক সভাপতি অপূর্ববাবুর পাল্টা প্রশ্ন, ‘‘ওঁকে তো উন্নয়ন দেখতে বলা হয়েছে। তা হলে উনি সংগঠনের বিষয়ে মাথা ঘামাচ্ছন কেন?’’ তাঁর আরও অভিযোগ, ‘‘শত্রুতা করতে উনি পুরনো তৃণমূল কর্মীদের নামে মামলা করেছেন।’’ তবে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া জানান নি সিদ্দিকুল্লাবাবু। সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল নেতত্বের কাছে খুব একটা সুখকর নয় বলেই মন একরছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!