শাস্তি ঘোষণা হল বেগম খালেদা জিয়ার, উত্তপ্ত রাজধানীর রাজপথ আন্তর্জাতিক বিশেষ খবর February 8, 2018 প্রত্যাশামতোই জিয়া এতিমখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট তাঁর জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে। অন্যদিকে একই মামলায়, খালেদার ছেলে তারেক রহমান-সহ অন্য অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ জিয়া এতিমখানা মামলার রায়দান হতে পারে বলে কদিন আগেই জানা যায়, তার পরিপ্রেক্ষিতে গতকাল সাংবাদিক সম্মেলন করে খালেদা জিয়া নিজে জানান, চক্রান্ত করে তাঁকে জেলে পাঠানোর চেষ্টা চলছে। ফলে এরপর থেকেই বিএনপি কর্মী-সমর্থকরা পথে নামতে শুরু করেন, এমনকি আজ সকাল থেকেই ঢাকার রাজপথে শুরু হয় বিএনপি-র বিক্ষোভ। কিন্তু খালেদা জিয়ার সাজা ঘোষণা হতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -