এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডিসেম্বরে ভয়াবহ বিপদের মুখে তৃণমূল? হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু!

ডিসেম্বরে ভয়াবহ বিপদের মুখে তৃণমূল? হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে তৃণমূলের যে নেতা সম্পর্কে যে কথা বলেন শুভেন্দু অধিকারী, কিছুদিনের মধ্যেই তা বাস্তব হয়ে যায়। ফলে তৃণমূলের কাছেও শুভেন্দু অধিকারী বর্তমানে গা জ্বালার কারণ হয়ে যাচ্ছেন। কারণ তিনি এই তৃণমূল সরকারের চুরিগুলো ধরে ফেলছেন এবং তিনি বুঝতে পারছেন যে, কখন কার সময় আসবে। আর এই পরিস্থিতিতে এবার আগামী মাসেই যে তৃণমূল আবার বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে, সেই ব্যাপারে ভয়াবহ ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল যতই বিষয়টিকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুক না কেন, আগামী দিন এমনটা হলে যথেষ্ট মাথা ব্যথার কারণ হবে তা শাসক দলের পক্ষে।

প্রসঙ্গত, এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বীরভূমে একটি সভাতে বক্তব্য রাখেন। আর সেখানেই তিনি বলেন, “আগামী ডিসেম্বর মাস খুব বিপদজনক হতে চলেছে বীরভূমের নেতাদের কাছে। অনেকেই জেলে যাবে। তবে এখনই সব বলছি না।” অনেকে বলছেন, এর আগেও তো শুভেন্দু অধিকারী এরকম মাস ধরে, তারিখ ধরে ডেডলাইন দিয়েছিলেন। কিন্তু তার ফল কি হয়েছে, তা তো গোটা রাজ্যের মানুষ দেখেছে। তবে অনেকে আবার বলছেন, শুভেন্দু অধিকারী মাস, তারিখ দিলেও যে কথা বলেছেন, তা কিন্তু একাধিক বিষয় মিলে গিয়েছে। হয়ত দিনটা আলাদা হয়েছে। কিন্তু অনেক নেতা এখনও পর্যন্ত জেলের ঘানি টানছেন। আরও অনেক দুর্নীতি যেভাবে সামনে আসছে, তাতে ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। তাই দিন তারিখের অদল বদল হলেও দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। তাই আগামী দিন বীরভূমের শাসক দলের নেতাদের অস্বস্তি বাড়ার সম্ভাবনা প্রবল বলেই দাবি সমালোচকদের।

বিজেপির দাবি, কেষ্ট মন্ডল জেলে যাওয়ার পর থেকে তৃণমূলের রাঘব বোয়াল নেতারা বীরভূমের হিরো হওয়ার চেষ্টা করছেন। অনেকেই অনেক রকম কথা বলছেন‌। তবে যে দুর্নীতি তারা করেছেন, তার তথ্য সকলের কাছেই রয়েছে। তাই আগামী দিন বিপদ বাড়বে শাসক দলের। যারা দোষ করেছেন, তারা কেউ রেহাই পাবেন না। বীরভূম থেকেই আগামী দিন তৃণমূলের জেলযাত্রা শুরু হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী তথ্য পরিসংখ্যান নিয়েই কথা বলেন। তিনি আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ভুলভাল কবিতা আওড়ে ময়দান কাঁপানোর চেষ্টা করেন না। তিনি যা তথ্য তার কাছে রয়েছে, বাস্তব ভিত্তি এবং পরিস্থিতি বুঝেই তা সকলের সামনে ব্যক্ত করেছেন। আর শিক্ষা নিয়োগ দুর্নীতি এবং খাদ্য নিয়োগ দুর্নীতির পর এই সরকার যে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত, সেই সম্পর্কে সন্দেহ নেই বিরোধীদের মধ্যে। তাই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিঃসন্দেহে তৃণমূলের কাছে চাপের কারণ। আগামী দিনে যদি ডিসেম্বর মাসের এই ডেড লাইন সত্যি হয়ে যায়, তাহলে তৃনমূলে ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!