এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভার আতঙ্কে চোখে সর্ষেফুল মমতার, বিজেপির দাবিতে শোরগোল রাজ্যে!

লোকসভার আতঙ্কে চোখে সর্ষেফুল মমতার, বিজেপির দাবিতে শোরগোল রাজ্যে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা যখন জেলে যাচ্ছেন, নেতারা যখন দুর্নীতিতে হাত পাকিয়ে ফেলেছেন, তখন তিনি এবং তার দল দাবি করছে যে, আগামী দিনে বিজেপি নাকি এই রাজ্যে শূন্য হয়ে যাবে। অর্থাৎ লোকসভায় যখন সারাদেশে মোদি ঝড় বইবে, তখন বাংলা থেকে নাকি বিজেপির প্রাপ্তি হবে শূন্য। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করছেন যে, এবার বিজেপির সরকার কেন্দ্রে আসতে পারবে না। তবে 2019 সালেও তিনি এই দাবি করেছিলেন। কিন্তু বাস্তবে তার আসন সংখ্যা কমে এই বাংলাতে কিভাবে বিজেপির প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে, তা তিনি দেখেছেন। এখন সেই বিজেপির চাপে চোখে সর্ষেফুল দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সর্ষেফুলের সংখ্যা আগামী নির্বাচনে আরও বৃদ্ধি পেতে পারে। বিজেপি নেতা দিলীপ ঘোষ যে কথা বলেছেন, তারপর এই সম্ভাবনা আরও উস্কে উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের মধ্যে।

প্রসঙ্গত এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতাজ দিলীপ ঘোষ আর সেখানেই আগামী লোকসভায় কত আসন বিজেপি এই রাজ্য থেকে পাবে তা নিয়ে প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বড় দাবি করেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন আমাদের কর্মীরা যেভাবে লড়াই করেছেন সবাই একত্রিত হয়ে যেভাবে লড়াই করছেন তাতে অমিত শাহ জি কে আমরা ৩৫টির বেশি আসন বাংলা থেকে তুলে দেবো। আর এই কথা শুনেই তৃণমূল নেতারা এখন দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছেন বলেই দাবি একাংশের।

অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের লোকসভা ভোট পর্যন্ত চাঙ্গা রাখতে চাইছেন। কারণ তিনিও খুব ভালো মতো জানেন যে, বাংলা থেকে তিনি কত আসন পেতে পারেন। তার আসন সংখ্যা আরও কমে যেতে পারে। কারণ তার দলের নেতাদের মধ্যে একতা যেমন নেই, দলের মধ্যে ভাঙ্গন যেমন তৈরি হয়েছে, ঠিক তেমনই একের পর এক দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছেন। ফলে সবদিক থেকেই দল এবং সরকার অস্বস্তির মুখে। তাই নির্বাচন যত এগিয়ে আসবে, ততই মানুষের কাছে ভোট চাওয়ার মত পরিস্থিতি আর তৃণমূলের থাকবে না। সেদিক থেকে দিলীপ ঘোষের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

বিজেপির দাবি, রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, তাতে 35 টির বেশি আসন পাওয়া বিজেপির কাছে কোনো চাপের বিষয় নয়‌। আগামী লোকসভা ভোট হবে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন এবং প্রধানমন্ত্রীকে দেখে‌। তাই বাংলা থেকে বিজেপির ঝড়ে উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভার পরেই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হবে। মানুষের ভোটেই নির্বাচিত হয়ে বাংলার এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করবে বিজেপি বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রবল চিন্তিত নিজের দলকে নিয়ে। সংগঠন সামলাবেন, নাকি সরকার সামলাবেন! সবদিক থেকেই তিনি যত সময় যাচ্ছে, ততই আস্টেপৃষ্টে বাধা পড়ে যাচ্ছেন। একদিক সামলাতে গেলেই আর একদিক থেকে বেরিয়ে পড়ছে বড়সড় ফাটল। তাই লোকসভা নির্বাচনের আগে কার্যত চরম বিপাকে তৃণমূল নেতৃত্ব। তাই বিজেপিও উজ্জীবিত। তারা সমস্ত পরিস্থিতি অনুসন্ধান করে লোকসভায় ভালো ফল হওয়ার আশায় রয়েছেন। সেদিক থেকে 35 টি আসন যদি বিজেপি পেয়েও যায়, তাহলে আগামী দিনে বাংলা থেকে তৃণমূলের উৎখাত হওয়া শুধু সময়ের অপেক্ষা। দিলীপ ঘোষের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!