এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাসকদলের মাথাব্যাথার নাম পূর্বস্থলী, দলের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন হেভিওয়েট বিধায়কের পৃথক অনুষ্ঠান ঘিরে জল্পনা

শাসকদলের মাথাব্যাথার নাম পূর্বস্থলী, দলের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন হেভিওয়েট বিধায়কের পৃথক অনুষ্ঠান ঘিরে জল্পনা

প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসকদলের গোষ্ঠী কোন্দল আসা খবরে জর্জরিত হযে উঠছিলেন তোপসিয়ার তৃণমূল ভবনে নেতারা। কিন্তু শাসকদলের সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল দলের প্রতিষ্ঠা দিবসের দিনও। সূত্রের খবর, বছরের শুরুর দিনেই তথা তৃণমূলের 21 তম প্রতিষ্ঠা দিবসের দিন পূর্বস্থলী 2 ব্লকের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ফের প্রকাশ্যে চলে আসল।

জানা যায়, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মুকসিমপাড়া পঞ্চায়েতের সাংঘোষপাড়া এলাকায় ব্লক তৃণমূলের সভাপতি ভোলা দেবনাথের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। তবে সেখানে উপস্থিতই হননি এলাকার প্রাক্তন তৃনমূল বিধায়ক তথা বর্তমান পঞ্চায়েত সহ সভাপতি তপন চট্টোপাধ্যায় ও তাঁর লোকেরা।

উল্টে দেখা যায়, তপনবাবু ও তাঁর অনুগামীরা কালেখাতলা 1 পঞ্চায়েতের বিশ্বরম্ভা উচ্চ বিদ্যালয়ে পৃথক ভাবে একটি সমাবেশের আয়োজন করে। কিন্তু একই জায়গায় দলের প্রতিষ্ঠা দিবসেও এইভাবে পৃথকভাবে অনুষ্ঠান কেন?

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, কিছুদিন আগেই স্থানীয় জেলা পরিষদ সদস্য বিপুল দাসের অনুগামী ভোলা দেবনাথকে স্থানীয় ব্লক তৃনমূলের সভাপতি করা হয়। আর এতেই কিছুটা ক্ষুব্ধ হয় তৃনমূলের স্থানীয় প্রাক্তন বিধায়ক। প্রকাশ্যে কিছু না বললেও এদিন দলের প্রতিষ্ঠা দিবসে এই ব্লক সভাপতি বনাম প্রাক্তন বিধায়কের পৃথক অনুষ্ঠান দেখেই সেই দলের ভিতরেই বিরোধীতার চড়া সুর স্পষ্ট হয়ে উঠল। কেন এই পৃথক সভা?

এদিন এই প্রসঙ্গে স্থানীয় ব্লক তৃণমূলের সভাপতি ভোলা দেবনাথ বলেন, “অন্য কোথাও সভা হচ্ছে বলে আমার জানা নেই। যাঁরা সভায় আসেননি তাঁরা ব্যাক্তিগত কাজেই হয়ত ব্যাস্ত ছিলেন। আমাদের দলে কোনোও দ্বন্দ্ব নেই।” কেন ব্লক তৃনমূলের ডাকা সভায় উপস্থিত না হয়ে পৃথক সভা করলেন তিনি?

এদিন এই প্রসঙ্গে প্রাক্তন তৃনমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “কে কোথায় বৈঠক করেছেন জানি না। তবে আমাদের সভায় বিভিন্ন পঞ্চায়েত থেকে প্রায় দশ হাজার মানুষ এসেছিলেন। এই ঘটনায় দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই।” সব মিলিয়ে এবার দলের প্রতিষ্ঠা দিবসেও শাসকদলের দুই নেতার পৃথক অনুষ্ঠান ঘিরে তীব্র গোষ্ঠী কোন্দল পূর্বস্থলীতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!