এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > IPL শুরুর আগেই বেটিং নিয়ে উত্তাল গোটা ক্রিকেট বিশ্ব! আমিরশাহিতে নির্বাসিত ২ ক্রিকেটার!

IPL শুরুর আগেই বেটিং নিয়ে উত্তাল গোটা ক্রিকেট বিশ্ব! আমিরশাহিতে নির্বাসিত ২ ক্রিকেটার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে এবার আইপিএল শুরু হতে চলেছে আরব আমিরশাহীতে। আইপিএলের ম্যাচ খেলতে নামার জন্য রীতিমতো প্রস্তুতি চলছে ক্রিকেটারদের মধ্যে। বেশ কয়েক মাস ধরেই করোনার কারণে মানুষ গৃহবন্দি। একটানা না হলেও লকডাউনের রেশ এখনো বর্তমান। কিন্তু তার মধ্যেই আইপিএল নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ক্রীড়ামহলে। কারণ আইপিএলের মঞ্চে এবার হানা দিল বেটিং চক্র। ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণ এই এবছর ভারতের বুকে আইপিএলের আসর বসেনি।

তার বদলে আগামী শনিবার থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। কিন্তু তার আগেই আমিরশাহির দুই ক্রিকেটার এর বিরুদ্ধে উঠল বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগ। বলা হচ্ছে, আইসিসির দুর্নীতি দমন নীতির পাঁচ দফা নিয়ম ভঙ্গ করেছে আমিরশাহির দুই ক্রিকেটার আশফাক আহমেদ এবং আমির হায়াত । এঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বুকিরা টাকার বিনিময়ে ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার কথা বলেছিল তাঁদের, কিন্তু তাঁরা সেই কথা সম্পূর্ণরূপে গোপন রেখেছেন আইসিসির কাছে। সে কারণেই তাঁদের জন্য কড়া শাস্তি অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তাঁদের নির্বাসনে পাঠানো হয়েছে। প্রসঙ্গত এর আগে বাংলাদেশের অলরাউন্ডার তারকা সাকিব আল হাসানকেও একইভাবে নির্বাসিত হতে হয়েছিল। আমিরশাহিতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। কিন্তু তার আগেই আমিরশাহির ক্রিকেট দুনিয়ায় লাগলো বেটিংয়ের কালো ছাপ। বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে এই ব্যাটিংয়ের কালো চক্র। একজন উঠতি ক্রিকেটারকে শেষ করে দেওয়ার জন্য যা যথেষ্ট কার্যকর। সুতরাং ক্রিকেটারদের নিয়ম-নীতি মেনে সতর্ক থাকা উচিত। বেটিংয়ের কালো চক্রে পা দিলে অবশ্যম্ভাবী ক্রিকেট জীবনের অস্ত হবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!