এখন পড়ছেন
হোম > রাজনীতি > যাদবপুর কাণ্ডে দায়ী রাজ্য সরকার! অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী!

যাদবপুর কাণ্ডে দায়ী রাজ্য সরকার! অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যাদবপুরের এক নবাগত পড়ুয়া স্বপ্নদ্বীপের মৃত্যু অনেককে ভাবাতে শুরু করেছে। রিগিংয়ের শিকার হয়ে এই ছাত্রের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন সকলেই। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনা নিয়ে রাজ্য এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বারবার ইউজিসি নিয়ম মানার কথা বলা হয়েছে। কিন্তু তাকে মান্যতা দেওয়া হয়নি। সিসিটিভি ফুটেজ গুলো সম্পূর্ণরূপে অচল। এর জন্য রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী বলে আমি মনে করি। অবিলম্বে তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।”

বিশেষজ্ঞদের মতে, যাদবপুরের এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ কেন সেখানে নেই, এই প্রশ্ন ক্রমশ ঊর্ধ্বমুখী। সকলেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য যাদবপুরে বাম এবং অতিবাম সংগঠনের দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরেই দায় চাপালেন কেন্দ্রীয় মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!