এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বন্যা বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণে বিশেষ ঘোষণা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

বন্যা বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণে বিশেষ ঘোষণা রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একে দুদিনের প্রবল বৃষ্টি, অন্যদিকে ডিভিসির জল ছাড়ার কারণে হাওড়া গ্রামীণের একাধিক এলাকা বিধ্বস্ত হয়। দামোদর, রূপনারায়ণের জল বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে। প্রচুর কৃষিজমি জলের তলায় চলে গেছে, নষ্ট হয়েছে ব্যাপক হারে ফসল, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। সম্প্রতি, জল কিছুটা নেমে এলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে আজ বন্যা কবলিত গ্রামীণ হাওড়ার ক্ষতিপূরণের জন্য বিশেষ ঘোষণা করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

 

শনিবার রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন যে, বন্যা বিধ্বস্ত হাওড়া জেলা বিশেষ করে গ্রামীণ হাওড়ার অনেক ক্ষতি হয়েছে। বন্যা কবলিত জেলার পূনর্গঠনের জন্য সমবায় দফতরের পক্ষ থেকে আড়াই কোটি টাকা অর্থ সাহায্য দেয়া হবে। এদিন উদয়নারায়ণপুরের বন্যা বিদ্ধস্ত মানুষের কাছে ত্রাণ নিয়ে পৌঁছেছিলেন মন্ত্রী অরূপ রায়। ভবানীপুরের ঘোষপাড়ায় গিয়েছিলেন তিনি। এলাকাতে এখনো জল রয়েছে। জলের মধ্যে নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। বহু মানুষের কাছে তিনি ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক সমীর পাঁজা। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, জেলা তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিণবঙ্গের এই বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ডিভিসির জল ছেড়ে দেবার কারণে এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন তিনি। এরপর এর পাল্টা হিসেবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, ডিভিসি একটি অন্ত রাজ্য সংস্থা। যেখানে কেন্দ্র সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খন্ড সরকারের এক তৃতীয়াংশ অংশীদারিত্ব আছে। পশ্চিমবঙ্গকে সতর্কবার্তা দেওয়ার পরও রাজ্য সতর্ক হয়নি বলে, অভিযোগ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!