এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংক্রমণ রুখতে এবার বাসের যাত্রী সংখ্যা বেধে দিল নবান্ন, অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

সংক্রমণ রুখতে এবার বাসের যাত্রী সংখ্যা বেধে দিল নবান্ন, অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে সম্প্রতি করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত কমে এলেও, এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি। বাস পরিষেবা চালু থাকলেও প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা অনেক কম রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৫০ % যাত্রী নিয়ে বাস চালাতে। কিন্তু বাসের সংখ্যা কম থাকায় যাত্রী সংখ্যা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। বিশেষ করে অফিস টাইমে দেখা যাচ্ছে প্রবল ভিড়। যা থেকে বাড়ছে সংক্রমণের প্রবল আশঙ্কা। তাই, এবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার।

শনিবার রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, এখন থেকে বাসে ৫০ শতাংশের বেশি যাত্রী যদি তোলা হয়, তবে মহামারী আইনে ড্রাইভার, কন্ডাক্টার, এমনকি বাস মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এবার থেকে বাসে যদি ৫০ শতাংশের বেশি যাত্রী তোলা হয়, তবে সেই বাসের ড্রাইভার, বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, সম্প্রতি বাস ভাড়া নিয়েও যথেষ্ট অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, ন্যায্য ভাড়ার তুলনায় অনেক বেশি ভাড়া নেওয়া হয় বেশ কিছু রুটের বাসে। এ প্রসঙ্গে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, বাসে যদি বেশি ভাড়া নেয়া হয় তবে যাত্রীরা টিকিট দেখিয়ে সেই বাসের বিরুদ্ধে পুলিশের কাছে যেতে পারবেন।

শহরবাসীর উদ্দেশ্যে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, এখন স্কুল, কলেজগুলো বন্ধ রয়েছে। কিন্তু সে তুলনায় রাস্তায় পর্যাপ্ত পরিমাণে বাস চলছে। তাই প্রয়োজন না থাকলে বেশি মানুষকে বাইরে বেরোতে নিষেধ করেছেন তিনি। তবে, পরিবহনমন্ত্রী বাসযাত্রী নিয়ন্ত্রণ ও বাস ভাড়া নিয়ে কঠোর পদক্ষেপের কথা জানালেও, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বলেই মনে করছেন একাধিক নিত্যযাত্রী।

বেশকিছু নিত্যযাত্রী জানাচ্ছেন যে, রাস্তায় যে পরিমাণ বাস থাকার কথা তার অর্ধেক বাস চলছে। এ অবস্থায় যদি ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াতের কথা বলা হয়, তবে বাস পেতে আরো বেশী সমস্যা হবে। এর ফলে বাসের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আছে। আবার বাস মালিকেরা জানাচ্ছেন যে, পেট্রোল-ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু বাসভাড়া বাড়ানোর অনুমতি দেয়া হয়নি। তাই এর সঙ্গে সামঞ্জস্য রাখতে কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেয়া হয়ে থাকে। এ অবস্থায় যদি পুরনো ভাড়াতে ৫০ % যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশ দেয়া হয়। তবে বাস চালিয়ে লাভের মুখ দেখা যাবে না। সে ক্ষেত্রে পরিষেবা বন্ধ করে দিতে একপ্রকার বাধ্যই হবেন তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!