এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জল্পনা বাড়িয়ে প্রধানমন্ত্রীর ব্রিগেডে যোগদান ও বক্তব্য রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তী

জল্পনা বাড়িয়ে প্রধানমন্ত্রীর ব্রিগেডে যোগদান ও বক্তব্য রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ প্রধানমন্ত্রীর ব্রিগেডকে কেন্দ্র করে সাজো সাজো রব বিজেপির। দূর-দূরান্তের জেলা থেকে কলকাতামুখী হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। ট্রেনে, বাসে, গাড়িতে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বহু বিজেপি সমর্থক। আজকের বৈঠকে অংশগ্রহণ করতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা যাচ্ছে সমাবেশে বক্তব্যও রাখবেন তিনি। সবকিছু নিয়েই বাড়ছে তীব্র জল্পনা।

গতকাল রাতেই কলকাতায় এসেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল রাতে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় তাঁদের বৈঠকের ছবি দিয়েছেন টুইট করে। টুইট করে তিনি জানিয়েছেন যে, চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর রাতে তাঁর আলোচনা হয়েছে। অভিনেতার দেশপ্রেম, দারিদ্রদের প্রতি ভালোবাসার কথা শুনে আপ্লুত হয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৈলাস বাবুকে প্রশ্ন করা হয়েছিল যে, তবে, কি এবার অভিনেতা যোগদান করতে চলেছেন বিজেপিতে? এর উত্তরে তিনি অবশ্য জানিয়েছেন যে, অভিনেতার সঙ্গে বিজেপিতে যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে, তাঁকে নিয়ে জল্পনা কিন্তু বেড়েই চলেছে। বস্তুত, একটা সময় বামপন্থার সঙ্গে জড়িত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপর একটা সময় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। তবে বেশ কয়েক বছর হল রাজনীতি থেকে অজ্ঞাতবাস নিয়েছেন তিনি। এবার কি তিনি আবার ফিরে আসবেন রাজনীতি জগতে? যোগ দেবেন কি তিনি এবারে বিজেপিতে? এই প্রশ্ন এখন ঘুরছে সকলের মুখে।

অনেকেই মনে করছেন যে, আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই গেরুয়ামুখি হতে পারেন এই বিখ্যাত অভিনেতা। এক বিজেপি নেতা জানালেন, আজকের বিগ্রেডে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী, দেখাই যাক কি হয়? মিঠুন চক্রবর্তী ছাড়াও আজকের ব্রিগেডে থাকার কথা বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। আরো কিছু তারকাও উপস্থিত থাকতে পারেন আজকের ব্রিগেডে। অন্যদিকে অভিনেতা মিঠুন চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন যে, বিগ্রেডে বক্তব্য তিনি রাখবেন, আর কিছু তো হবেই। প্রধানমন্ত্রীর সঙ্গে অভিনেতার একমঞ্চে উপস্থিত থাকার কথাও শোনা যাচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!