এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাহাড় থেকে জঙ্গলমহল – স্পোর্টস কোটায় সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাহাড় থেকে জঙ্গলমহল – স্পোর্টস কোটায় সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল

কদিন আগেই মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন যে, “জঙ্গলমহল, হিমাল, তরাই, ডুয়ার্স এবং সুন্দরবনে কাপ জেতা প্রতিযোগীদের সিভিক ভলেন্টিয়ারের পদে নিয়োগ করা হবে।” আর এবার মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার কিছু দিন কাটতে না কাটতেই এবার সেই স্পোর্টস কোটায় কাপ জেতা প্রতিযোগীদের সিভিক ভলেন্টিয়ারের পদে কাজ দেওয়ার জন্য তৎপর হল রাজ্য প্রশাসন। জানা গেছে, ইতিমধ্যেই এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলাগুলিকে সমস্ত প্রকার নথি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এই চাকরিতে নিয়োগের সময় চাকরি প্রার্থীরা তাঁদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো ছাড় পাবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনোরূপ স্পষ্ট নির্দেশিকা পাওয়া যায়নি। একাংশের মতে, সঠিক সময়েই এই বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে স্পোর্টস কোটায় সিভিক ভলান্টিয়ার পদে চাকরির জন্য জয়ী প্রতিযোগীদের খুব তাড়াতাড়ি ডেকে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশের কর্তারা।

তবে শুধু সিভিক ভলান্টিয়ারের কাজই নয়, তারা যাতে তাদের খেলাধুলোও চালিয়ে যেতে পারে সেইজন্য ব্যবস্থা গ্রহণের কথাও ভাবছে পুলিশ প্রশাসন। অন্যদিকে সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য অন্য কোনো চাকরিতে এই কৃতী প্রতিযোগীদের নিয়োগ করা যায় কি না সে ব্যাপারেও ভাবনা চিন্তা করা শুরু হয়েছে।

রাজ্য পুলিশ কর্তাদের একাংশ মনে করছে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় একদিকে যেমন এই প্রতিযোগিরা চাকরি পেয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, ঠিক তেমনি চাকরির পাশাপাশি তাঁদের খেলাধুলা করতে উৎসাহ দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!