এখন পড়ছেন
হোম > অন্যান্য > জিও থেকে এয়ারটেল, বিএসএনএল – লকডাউনের মাঝে সকলেই গ্রাহকদের জন্য নিয়ে এল একগুচ্ছ সুবিধা

জিও থেকে এয়ারটেল, বিএসএনএল – লকডাউনের মাঝে সকলেই গ্রাহকদের জন্য নিয়ে এল একগুচ্ছ সুবিধা

করোনা সংক্রমণকে আটকাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশজুড়ে চলছে লকডাউন। গত 24 মার্চ থেকে এই লকডাউন শুরু হয়েছে। চলবে আগামী 14 ই এপ্রিল পর্যন্ত। লকডাউন এর ফলে মানুষ হয়েছে গৃহবন্দী। সমস্ত দোকান বাজার সর্বত্র বন্ধ। কিন্তু এখন মানুষের কাছে যোগাযোগের সবথেকে সুবিধাজনক বস্তুটি রয়েছে। আর তা হল মোবাইল। কিন্তু এই লক ডাউন এর মধ্যে যদি কারোর রিচার্জের প্রয়োজন হয়, তাহলে তিনি কোন দোকানে গিয়ে সেটি করতে পারবেন না।

সেই অবস্থা থেকে বার করার জন্য এই মুহূর্তে বিভিন্ন ফোন কোম্পানিগুলো গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ইতিমধ্যে রিলায়েন্স জিও 17 এপ্রিল পর্যন্ত একটি নতুন সুবিধা এনেছে। জানা যাচ্ছে, এই সুবিধার দ্বারা জিও গ্রাহকরা এবার থেকে 100 মিনিট পর্যন্ত ফ্রি কলের পরিষেবা পাবেন। শুধু তাই নয়, মেসেজও করতে পারবেন। অনেক গ্রাহকেরই প্ল্যানের মেয়াদ শেষ হবার মুহূর্তে বা শেষ হয়ে গেছে। জিও কিন্তু প্রত্যেকের জন্যই 100 মিনিটের সুবিধা এনেছে।

দেশের যে কোন প্রান্তে জিও ফোন থেকে 100 মিনিট পর্যন্ত কলিং এবং মেসেজ করা সম্ভব হবে বলে জানিয়েছে জিও কোম্পানি। অন্যদিকে জিও প্রিপেইড রিচার্জ করা যাবে এ টি এম থেকেও। তাই জিও প্ল্যান রিচার্জ করতে কোন রকম অসুবিধায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। এ তো গেল লকডাউন এর মধ্যে পড়া অসুবিধা থেকে গ্রাহকদের মুক্তি দেওয়া। লকডাউনের পরেও আগামী দিনে জিও আরো কিছু আকর্ষণীয় প্ল্যান আনতে চলেছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরেও জিওর গ্রাহকদের ফোনে ইনকামিং কল আসবে। এতদিন পর্যন্ত এই সুবিধা ছিল না রিলায়েন্স জিও গ্রাহকদের। জিওর সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য মোবাইল নেটওয়ার্কগুলিও আগামী 21 দিনের লকডাউন পিরিওডে বিভিন্ন সুবিধা এনেছে বলে জানা গেছে। বিএসএনএল গ্রাহকরা তাঁদের প্ল্যান শেষ হয়ে গেলেও নাম্বার আগামী 20 এপ্রিল পর্যন্ত ব্যবহার করতে পারেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। জানা গেছে, প্রিপেড সিম যাঁদের, তাঁরা 20 এপ্রিল পর্যন্ত বিএসএনএলের পরিষেবা পাবেন।

এর আগে এয়ারটেল এর পক্ষ থেকেও জানানো হয়েছিল, 17 এপ্রিল পর্যন্ত ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। অন্যদিকে, এই পরিস্থিতিতে টেলিকম বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ গ্রাহকদের সুবিধার্থে মোবাইল কোম্পানিগুলি যেভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন, বিভিন্ন সুবিধা দিচ্ছে, তাতে গ্রাহকদের অসুবিধা কিছুটা হলেও কমবে। সাধারণত লকডাউন পরিস্থিতিতে বাড়িতে থেকে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। তাই নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগের ভরসা এই মোবাইল। সেক্ষেত্রে যোগাযোগ বজায় রাখার জন্য যে সুবিধা দিচ্ছে এই মুহূর্তে মোবাইল নেটওয়ার্কগুলি, তা অবশ্যই সুবিধাজনক ও প্রশংসাযোগ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!