এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > জিও প্রেমীদের জন্য সুখবরের বন্যা! চার সপ্তাহের মধ্যে ৪ বার বড়সড় ধামাকা দিল মুকেশের কোম্পানি

জিও প্রেমীদের জন্য সুখবরের বন্যা! চার সপ্তাহের মধ্যে ৪ বার বড়সড় ধামাকা দিল মুকেশের কোম্পানি


করোনা ভাইরাসের ফলে দীর্ঘদিন ধরেই লকডাউন গোটা ভারতবর্ষ। আর এই পরিস্থিতিতে গৃহবন্দী মানুষকে সুবিধা দিতে একের পর এক জমকালো ঘোষণা করছে রিলায়েন্স জিও কোম্পানি। যখন সর্বত্র ব্যবসা প্রায় তলানিতে, ঠিক তখনই ছক্কা হাঁকাতে দেখা যাচ্ছে মুকেশ আম্বানির কোম্পানিকে। সূত্রের খবর, এবার জেনারেল আটলান্টিক রিলাইন্স জিও সংস্থায় প্রায় 6598.38 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ইতিমধ্যেই এই রিলায়েন্স জিও কোম্পানিতে চতুর্থতম বিদেশী সংস্থা বিনিয়োগ করল‌। যার ফলে এখনও পর্যন্ত প্রায় 67 হাজার 194.75 কোটি টাকার বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হল মুকেশ আম্বানির কোম্পানি। একাংশ বলছেন, এই জেনারেল আটলান্টিক নামে বিশ্বের অন্যতম সেরা বিনিয়োগকারী সংস্থায় এর আগে ফেসবুক, সিলভার লেক পার্টনার্স এবং ভিস্তা ইকুইটি পার্টনার্সে বিনিয়োগ করেছে। আর এবার রিলায়েন্স জিওতে তারা তাদের বিনিয়োগ করতে চলেছে। যা সত্যিই রিলায়েন্স জিওর ক্ষেত্রে সুদিন বয়ে নিয়ে আসল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই জিওতে বিনিয়োগ করেছে ফেসবুক এবং ভিস্তা ইকুইটি পাটনার্স। আর লকডাউনের মুহূর্তে বিশ্বের সবথেকে বড় বিনিয়োগকারী সংস্থার জিওতে বিনিয়োগ রীতিমত গুঞ্জন তৈরি করল। একাংশ বলছেন, রিলায়েন্স জিওতে এত বড় বিনিয়োগ এর আগে কখনও হয়নি। তবে শুধু রিলায়েন্স জিও নয়, অতীতে কোনো সংস্থা এত বিনিয়োগ আনতে সাফল্য লাভ করেছে কিনা, তা মনে করতে পারছেন না কেউই। ফলে দেশে যখন মন্দার আশঙ্কা করছেন প্রত্যেকে, ঠিক তখনই মুকেশ আম্বানির কোম্পানি একের পর এক সাফল্য পাওয়ায় তৈরি হচ্ছে আশার আলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!