এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জোটের রাশ নিজেদের হাতে নিতেই কি এবার কর্মসূচিতে কংগ্রেসকে পিছনে ফেলছে বামেরা? বাড়ছে জল্পনা

জোটের রাশ নিজেদের হাতে নিতেই কি এবার কর্মসূচিতে কংগ্রেসকে পিছনে ফেলছে বামেরা? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট করে লড়াই করবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেই জোট নিয়ে বেশকিছু আসলে জটিলতা তৈরি হয়েছে। যার ফলে বাম কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা লড়াই। কার হাতে জোটের মূল রশি থাকবে, তা নিয়ে রীতিমত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে দু’পক্ষের মধ্যে।

ইতিমধ্যেই জোট নিয়ে কংগ্রেসকে বার্তা দিতে বহরমপুরে নিজেদের শক্তি প্রদর্শন করতে শুরু করেছে বামফ্রন্ট। আর কংগ্রেসের ঘাঁটিতে বামেরা নিজেদের মত করে শক্তি প্রদর্শন করে জোটের মূল চাবিকাঠি যাতে তাদের হাতেই থাকে, তার জন্য চেষ্টা করছে বলেই মনে করছেন একাংশ।

বিশেষ সূত্র মারফত খবর, যদি কংগ্রেসের সঙ্গে তাদের জোট হয়ে যায়, তাহলে ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা এবং জঙ্গিপুরের মত আসনগুলি নিজেদের দিকেই রাখার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। এছাড়াও রানিনগর, নবগ্রামের মত অন্যান্য আসনে বাম শরিকরা প্রার্থী দেবে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে কংগ্রেসের শক্ত ঘাঁটি এই মুর্শিদাবাদ বহরমপুরের এত আসন ছেড়ে দেবে কিনা কংগ্রেস, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

তাই এই পরিস্থিতিতে কমিটির পক্ষ থেকে কংগ্রেসকে চাপে ফেলতে সেই বহরমপুরের শক্তি প্রদর্শন করার কৌশল নেওয়া হল। তবে এইভাবে যদি পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে, তাহলে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে জটিলতা আরও বৃদ্ধি পাবে। যদি তারা তৃণমূল এবং বিজেপির মত শক্তিকে মোকাবিলা করতে চায় তাহলে অচিরেই এই সমস্যার সমাধান করা উচিত বলে মত বিশেষজ্ঞদের।

তবে বামেদের একাংশ অবশ্য বলছেন, যদি কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই না করা হয়, তাহলে তাদের বড় সমস্যার মুখোমুখি হতে হতে পারে তাই জোটের পক্ষে থেকে যাতে লড়াই করা যায় তার জন্য সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিন এই প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের নেতা স্বরূপ দেব বলেন, “আমরা চাই জোট হোক। তবে উভয় পক্ষকে সম্মান দিতে হবে। আমরা জেলায় বহু আসনে দীর্ঘদিন ধরে রড়ে আসছি। তাই এবারেও আমরা চাই ওই আসনগুলো ছেড়ে দেওয়া হোক।”

অন্যদিকে আগামী 27 জানুয়ারি তাদের কর্মসূচি আছে। আর সেখানে তাদের 50 হাজার কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন বলে নিজেদের শক্তি প্রদর্শনের কথা জানিয়ে দিয়েছেন সিপিএম নেতার জামির মোল্লা। অন্যদিকে আসন বণ্টনের বিষয়টি আলোচনা করেই ঠিক করা হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী ফিরোজা বেগম। তবে বাম এবং কংগ্রেসের জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল নেতা অরিৎ মজুমদার বলেন, “কংগ্রেস সিপিএমের হাত ধরেছে, এটা ভাবতেই খারাপ লাগছে। ওদের মধ্যে জোট হলেও আমাদের আটকাতে পারবে না।” তবে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে যেভাবে আসন বন্টন নিয়ে সমস্যার সুর সামনে আসতে শুরু করেছে, তাতে শেষ পর্যন্ত তাদের এই জোট কতটা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!