এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “কাশ্মীরের মতো কঠোর ব্যবস্থা প্রয়োজন” বাংলা নিয়ে বড় দাবি শুভেন্দুর!

 “কাশ্মীরের মতো কঠোর ব্যবস্থা প্রয়োজন” বাংলা নিয়ে বড় দাবি শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বন্দে ভারত এক্সপ্রেসে পরপর দুইদিন ঢিল ছোড়ার ঘটনা রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে কাশ্মীরের মতো কঠিন এবং কঠোর ব্যবস্থা বাংলাতে প্রয়োজন বলে দাবি করলেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হতে না হতেই পরপর দুই দিন সেখানে ঢিল ছুড়ে মারা হয়। আর তারপরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। তবে সম্প্রতি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জানিয়ে দেওয়া হয় যে, বিহার থেকে এই ঢিল ছুড়ে মারা হয়েছে। তবে এরপরেও বাংলার পরিস্থিতি নিয়ে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “হাজারদুয়ারি পুড়িয়ে দেওয়া হয়েছিল। বেলডাঙ্গা, রেজিনগরের মতো এলাকায় স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল। সবাই জানে, বাংলার পরিস্থিতিটা কি! তাই এখানেও কাশ্মীরের মতো কঠিন এবং কঠোর ব্যবস্থা প্রয়োজন।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলার আইনশৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন পরিস্থিতি নিয়ে কার্যত উস্মা প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!