এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাতের অন্ধকারে বন্যার ত্রাণ সামগ্রীও পাচার করছেন তৃণমূল নেতা! তীব্র ক্ষোভ গ্রামবাসীদের

রাতের অন্ধকারে বন্যার ত্রাণ সামগ্রীও পাচার করছেন তৃণমূল নেতা! তীব্র ক্ষোভ গ্রামবাসীদের

 

বছর দুয়েক আগে উত্তরবঙ্গে বীভৎস বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর সেই সময় বন্যায় ত্রাণ পাচ্ছেন না বলে উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষ অভিযোগ করেন। দেখা যায়, দক্ষিণ দিনাজপুর জেলার এক তৃণমূল নেতা এর ফলে হেনস্থার শিকার পর্যন্ত হন। ত্রাণ বিলি করা নিয়ে তাকে প্রবল বিক্ষোভ দেখান সাধারন মানুষ।

উত্তাল হয় দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতি। আর এবার দুর্গতদের জন্য আসা ত্রাণ পাচার করার অভিযোগ উঠল মালদহের রতুয়া 1 ব্লকের কাহালা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবী মণ্ডলের স্বামী দীনেশ মন্ডলের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত এক মাস আগে প্রবল বৃষ্টিপাতের জেরে গঙ্গা এবং ফুলহার নদীর জল বেড়ে গিয়েছিল। যার ফলে অনেক এলাকায় বন্যার জল ঢুকে পড়তে দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয় ত্রানের জন্য।

কিন্তু আশ্চর্যজনকভাবে সেই সময়ে ত্রাণ পাওয়া যায়নি। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ পুঞ্জিভূত হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সেই প্লাবিত এলাকার দুর্গতদের জন্য আসা চিড়া, গুড় রাতের অন্ধকারে পাচারের অভিযোগ উঠল কাহালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামী দীনেশ মন্ডলের বিরুদ্ধে।

সূত্রের খবর, এদিন ভুটভুটি করে দীনেশ মণ্ডলকে সেই ত্রাণের গুঁড়, চিরা পাচার করতে দেখেন সাধারণ মানুষ। আর তখনই তারা দীনেশবাবুকে আটকে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে সেখান থেকে 10 কুইন্টাল চিড়া-গুড় উদ্ধার করে। বর্তমানে প্রধানের স্বামী দীনেশ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দুর্গতদের মধ্য থেকে এক ব্যক্তি বলেন, “মাসখানেক আগে গঙ্গা এবং ফুলহারের জল বেড়ে যাওয়ায় বহু এলাকা প্লাবিত হয়ে গিয়েছিল। কিন্তু তখনও ত্রাণ মেলেনি। এখন রাতের অন্ধকারে ত্রাণ পাচার হয়ে যাচ্ছে। বহু ত্রাণসামগ্রী নেতারা লুকিয়ে রেখেছেন। সেগুলো প্রশাসন অবিলম্বে প্রকাশ্যে আনুক।” কিন্তু কেন এইভাবে ত্রাণ পাচার করা হল! সরকারের পক্ষ থেকে দুর্গতদের জন্য ত্রান এলেও কেন তা নিজের বাড়িতে রাখলেন পঞ্চায়েত প্রধান!

এদিন এই প্রসঙ্গে কাহালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দেবী মণ্ডল বলেন, “আমার স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। ষড়যন্ত্র করা হচ্ছে।” তবে যদি এই ঘটনা ঘটে থাকে, এই তাহলে দল তার পাশে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের কনভেনার মহম্মদ হেসামুদ্দিন।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সরকারের পক্ষ থেকে ত্রাণ পাঠানো হয় ঠিকই। কিন্তু নিচুতলার নেতারা নিজেরা তা গ্রাস করে নেন। যা সরকারের বিড়ম্বনাকে বাড়িয়ে দেয়। আর তাইতো এবার তৃণমূলের বিড়ম্বনাকে বাড়িয়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। যা নিঃসন্দেহে আগামী দিনে ভোট রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!