কেডি সিং গ্রেপ্তারের পরই 15 হেভিওয়েটকে তলব! নির্বাচনের আগে শোরগোল রাজ্যে! জাতীয় রাজনীতি রাজ্য January 17, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই তৎপরতা অবলম্বন করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে। তৃণমূলের পক্ষ থেকে প্রায়শই অভিযোগ করা হয়, বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। কিন্তু সাম্প্রতিককালে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অ্যালকেমিস্ট এর কর্ণধার কেডি সিংকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার কেডি সিংয়ের গ্রেপ্তারির পর আরও 15 জনকে তলব করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা রাজ্যজুড়ে। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির পক্ষ থেকে আদালতকে জানিয়ে দেওয়া হয়, অ্যালকেমিস্টের টাকা কোথায় কিভাবে পাচার করা হয়েছে, তা জানতে আরও 15 জনকে জেরা করার প্রয়োজন রয়েছে। জানা গেছে, এই 15 জনের মধ্যে অ্যালকেমিস্ট সংস্থার কর্মী এবং আধিকারিকরা রয়েছেন। তবে এই তালিকায় কোনো রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন কিনা, এখন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একাংশ বলছেন, অ্যালকেমিস্টের কর্ণধার গ্রেপ্তার হতেই তার সঙ্গে তৃণমূলের অনেকে জড়িয়ে রয়েছেন বলে দাবি করতে দেখা গিয়েছিল বিরোধীদের। আর এই পরিস্থিতিতে আরও 15 জন কেরির পক্ষ থেকে তলব করা হলে সেই তালিকায় শাসক শিবির বা রাজনৈতিক জনপ্রতিনিধি বা কোনো হেভিওয়েট নেতা থাকেন কিনা, সেটা অবশ্যই লক্ষণীয় বিষয় রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচনের আগে কেন এই তৎপরতা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দলীয় নেতাদের ভয় দেখাতেই এই গ্রেপ্তারি করা হচ্ছে। যদিও বা তৃনমূলের এই দাবিকে উড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের পাল্টা দাবি, স্বাভাবিক নিয়মেই তদন্ত প্রক্রিয়া চলছে। যারা ভয় পাচ্ছেন, তারা নিশ্চয়ই এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত। তবে যে যাই বলুন না কেন, যে 15 জনকে নিয়ে জল্পনা চলছে, তাদের মধ্যে কোনো হেভিওয়েট আছেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -