এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর তহবিল নিয়ে বড়সড় প্রশ্ন! অস্বস্তি বাড়ল বিজেপির

প্রধানমন্ত্রীর তহবিল নিয়ে বড়সড় প্রশ্ন! অস্বস্তি বাড়ল বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রীর তহবিল নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। নানা সময় বিরোধীদের পক্ষ থেকে সেই তহবিলের হিসাবের দাবি উঠেছিল। আর এবার সেই পিএম কেয়ার তহবিলের তথ্য প্রকাশের দাবি করতে দেখা গেল 100 জন প্রাক্তন আমলাকে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে সেই 100 জন প্রাক্তন আমলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন। যে ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে অনেকটাই চাপে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

 

বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন 100 জন প্রাক্তন আমলা। যেখানে তারা জানিয়েছেন, দেশের নাগরিকদের কাছে প্রধানমন্ত্রীর বিশ্বাস যোগ্যতা থাকা প্রয়োজন। আর সেই কথা মাথায় রেখেই পিএম কেয়ার তহবিলের তথ্য প্রকাশ করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই তহবিল গঠন করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরেই তহবিল নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, কেন এই তহবিলের সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না! আর এই পরিস্থিতিতে এবার দেশের প্রাক্তন 100 আমলা যেভাবে সেই তহবিলের তথ্য জানতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এখনও পর্যন্ত এই ব্যাপারে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে কোনো কিছু নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। তবে গোটা বিষয়টি নিয়ে যে এবার বিরোধীরা আরও বেশি করে ময়দানে নেমে পড়বে, সেই বিষয়ে নিশ্চিত বিশ্লেষকরা। এমনিতেই করোনা পরিস্থিতির পর সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই তহবিল গঠন করার সাথে সাথেই বিরোধীদের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছিলেন সকল বিরোধী রাজনৈতিক দলগুলো।

আর এবার দেশের প্রাক্তন 100 আমলা যেভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সেই তহবিলের তথ্য প্রকাশের দাবি জানালেন, তাতে কেন্দ্রের শাসক শিবির অনেকটাই চাপে পড়ে গেল বলে দাবি বিশেষজ্ঞদের। তবে শেষ পর্যন্ত প্রাক্তন আমলাদের এই আবেদনকে মান্যতা দিয়ে কেন্দ্রের পক্ষ থেকে পিএম কেয়ার তহবিলের সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!