এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেমন রয়েছেন আমাদের প্রিয় ফেলুদা? বিপদ কি কাটল পুরোপুরি? কি বলছেন চিকিৎসকরা? জানুন বিস্তারে

কেমন রয়েছেন আমাদের প্রিয় ফেলুদা? বিপদ কি কাটল পুরোপুরি? কি বলছেন চিকিৎসকরা? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্বস্তির বার্তা শোনা গেল চিকিৎসকদের কাছ থেকে। তবে এখনই তিনি পুরোপুরি সংকট মুক্ত নন বলেও জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। তবে ফেলুদা যে পুরোদমে করোনার সঙ্গে ফাইট করে যাচ্ছেন সেকথাও জানা গেছে ডাক্তারদের তরফে। বস্তুত, বয়েস বেশি হওয়ার জন্যই তাঁর সংকট এখনো কিছুটা রয়েছে বলেই জানা গেছে।

সম্প্রতি, গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী, তাঁর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বলেই মনে করা হচ্ছে। বস্তুত, গ্লাসগো কোমা স্কেল হল এমন একটি স্কেল, যেটা অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষের মান থাকা উচিত ১৫। অন্যদিকে, এই স্কেলে ৩ হলে রোগীর ব্রেন ডেথ ধরা হয়। কিন্তু অসুস্থতার প্রথমে সৌমিত্রের এই সূচক নামতে নামতে একসময় ৬-এ পৌঁছে গিয়েছিল বলে জানা যায়।

তবে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে যে, বুধবার বিকেলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই সূচক পৌঁছে গিয়েছিল ১০-এ। তাই তাঁর পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলেই জানা গেছে। সেইসঙ্গে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সচল থাকলেও এখনও তিনি পুরোপুরি সংকটমুক্ত নন। তাঁর এখনও কো-মর্বিডিটি এবং বয়সজনিত কিছু সমস্যা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেই সঙ্গে, বুধবার রাতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পরীক্ষা করা হলে, তার রিপোর্ট নেগেটিভ আসে। ফলে তিনি আপাতত করোনামুক্ত হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন চিকিৎসকরা। সেইসঙ্গে, বৃহস্পতিবার তাঁকে প্রায় ১৬ ঘণ্টা অক্সিজেন দেওয়া হয় বলেও জানা যায়। সেইসঙ্গে, গত ৪০ ঘণ্টায় নতুন করে জ্বর আসেনি বলেও জানা যায়।

এছাড়া তাঁর রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৬ শতাংশর বেশি রয়েছে বলেও জানান হয়েছে। ফলে ক্রমশ তিনি সুস্থতার পথে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পুরোপুরি সংকট কাটেনি বলেও জানান হয়েছে চিকিৎসকদের তরফে। বস্তুত, এখন মিউজিক থেরাপির মাধ্যমে এই বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার কথা ভাবা হচ্ছে বলেও জানা যায়।

তবে হাসপাতালে ভর্তি হবার পর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে শোনা যাচ্ছিল নানা গুজব। আর তাই নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁর সজন মহলে। অন্যদিকে তার সুস্বাস্থ্যের কামনায় প্রার্থনা একত্রিত হতে দেখা গিয়েছিল জনসাধারণকে। এত কিছুর মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় স্বভাবতই হতাশ হয়েছিলেন তাঁরা। জানা যায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসারত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি।

যা দেখার পরে মর্মাহত হন এই বর্ষীয়ান অভিনেতার পরিবারবর্গ। সেইসঙ্গে তাঁদের বলতে শোনা যায়, করোনা আক্রান্ত তাঁর বাবাকে নিয়ে যথেষ্টই উদ্বেগেই রয়েছেন তাঁরা সকলে। তাই তার মধ্যেই আইসিইউতে থাকা তাঁর বাবার ছবি বা মেডিকেল বুলেটিন ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়েছেন তাঁরা। তাই সমস্ত মানুষের কাছে তিনি নিবেদন জানিয়েছিলেন, তাঁর বাবার ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করতে এবং তাদের পারিবারিক ব্যক্তিগত বিষয়টিকে রক্ষা করার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!