এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হিটলার ও মিনি পাকিস্তান প্রসঙ্গ টেনে তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘুম উড়িয়ে দিলেন বিজেপির তথাগত?

হিটলার ও মিনি পাকিস্তান প্রসঙ্গ টেনে তৃণমূল শীর্ষনেতৃত্বের ঘুম উড়িয়ে দিলেন বিজেপির তথাগত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হলো বিজেপি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন যে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক যুদ্ধ হতে চলেছে, সে বিষয়ে একমত অনেকেই। যতই এগিয়ে আসছে আগামী বিধানসভা নির্বাচন, ততই মুখ্যমন্ত্রী ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নামে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির একাধিক নেতৃত্ববর্গ। আজ সকালে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানালেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

এ বিষয়ে একাধিক টুইট করলেন তিনি। মুখ্যমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী ও শাসকদলের বিরুদ্ধে একাধিক টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘লেডি হিটলার’ বলে ব্যঙ্গ ও কটাক্ষ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের সমস্ত কিছুই পরিচালিত হয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন, “হিটলার অর্থনৈতিক এবং সামরিক বিষয়ে তার জেনারেলদের কথা শুনেছিলেন। কিন্তু আমাদের লেডি হিটলার, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বব্যাপী। কবি, চিত্রশিল্পী, গায়ক। কারও কাছেই তিনি জবাবদিহি করতে রাজি নন। একমাত্র প্রশান্ত কিশোর ছাড়া।”

বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যব্যাপী উন্নয়নের দাবি করেছেন, কিন্তু খোদ কলকাতা পুরসভার বেশ কিছু এলাকার উন্নয়ন ঘটে নি। তাঁর ভাষায় ‘প্রদীপের নিচে অন্ধকার’ ঘিরে আছে এসব এলাকায়। তিনি অভিযোগ করেছেন যে, কলকাতা পুরসভার বহু এলাকায় এখনো ঘরে ঘরে পানীয় জল পৌঁছতে পারেনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্তু অধ্যুষিত এলাকায় সকালে ১ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে পাওয়া যায় খাবার জল, স্নানের জল, শৌচের জল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বিষয়ে তিনি সমালোচনা ও অভিযোগ করেছেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিমের। পুর প্রশাসক ফিরহাদ হাকিম প্রসঙ্গে তিনি বলেছেন, “মহানাগরিক তো তাঁর নেত্রীর হয়ে রাজনৈতিক বুকনি আর নিজের ‘মিনি পাকিস্তান’ এর দেখভাল করতেই ব্যস্ত!” অন্যদিকে কলকাতায় মেট্রো পরিষেবা চালু হলেও এখনো পর্যন্ত চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। ফলে ক্ষুব্ধ জনগণের একাংশ। বিজেপির পক্ষ থেকে স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে রেল মন্ত্রীকে চিঠি লিখেছিলেন।

এরপরের রেলের পক্ষ থেকে লোকাল ট্রেন চালুর বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল নবান্নে। কিন্তু অভিযোগ উঠেছে, এ বিষয়ে কোনো কিছুই জানায় নি রাজ্য সরকার। এ বিষয়েরও সমালোচনা করলেন বিজেপি নেতা তথাগত রায়। কলকাতায় মেট্রো চালু হয়েছে, চালু হয়েছে বাস, রেল লোকাল ট্রেন চালু করতে চাইলেও রাজ্য সরকারের এখনো পরিষেবা বন্ধ রেখে দিয়েছে বলে অভিযোগ করলেন তিনি। প্রসঙ্গত বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় ইতিপূর্বে রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কয়েকবার বিরূপ মন্তব্য করেছিলেন। তাঁর র কিছু মন্তব্য নিয়ে শোরগোল পরে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!