এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত, কৃষ্ণনগরের সভা থেকে সোচ্চার মমতা!

কেন্দ্রীয় এজেন্সির বাড়বাড়ন্ত, কৃষ্ণনগরের সভা থেকে সোচ্চার মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর কৃষ্ণনগরের সভা থেকে আরও একবার সেই বিষয়টি তুলে ধরলেন তিনি। যেখানে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন বাংলার প্রশাসনিক প্রধান। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন কৃষ্ণনগরের সভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বর্তমানে হেনস্থা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, আমার সহকর্মীদের ভয় দেখানো হচ্ছে। যাতে তারা পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে কাজ না করতে পারে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!