এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তুঙ্গে, ভাই কেষ্টর হয়ে সওয়াল মমতার !

কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা তুঙ্গে, ভাই কেষ্টর হয়ে সওয়াল মমতার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার জন্য সিবিআইয়ের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি। তবে তারপরেও অস্বস্তি বাড়ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতির। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিজের শারীরিক পরীক্ষা করিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার নেতাজি ইন্ডোরের সভা থেকে অনুব্রত মণ্ডলকে কেন্দ্রীয় এজেন্সির ডেকে পাঠানো নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেখানেই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেচারা কেষ্ট অসুস্থ। তাকেও ডেকে পাঠিয়েছে। ইলেকশন আসছে। তাই তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়টি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করার অভিযোগ তুললেন। তিনি বুঝিয়ে দিলেন, সামনে পৌরসভা নির্বাচন। তাই তার আগে তৃণমূল নেতাদের এইভাবে ভয় দেখানো হচ্ছে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!