এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > খারাপ ফলের পরেই বিজেপিতে বিরাট ভাঙ্গন! সব দখলে নিল তৃণমূল!

খারাপ ফলের পরেই বিজেপিতে বিরাট ভাঙ্গন! সব দখলে নিল তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা ভোটে এবার বাংলায় বিজেপির ফলাফল মোটেই ভালো হয়নি। ২০১৯ এ কোচবিহার লোকসভা কেন্দ্রে তারা জয়লাভ করলেও, এবার সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। আর তারপরেই শুরু হয়ে গেল দল ভাঙ্গনের খেলা। যেখানে এই হেভিওয়েট বিজেপি নেতার বাড়ি যে এলাকায়, সেই এলাকার পঞ্চায়েত বিজেপির থেকে দখলে নিয়ে নিল তৃণমূল কংগ্রেস।

সূত্রে খবর, এদিন ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ 9 জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। একাংশ বলছেন, কোচবিহারে এতদিন বিজেপির পাল্লা যথেষ্ট ভারী ছিল। কিন্তু এবার তৃণমূল জয়লাভ করার কারণে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একেবারে খাস তালুকে যে পঞ্চায়েত বিজেপির দখলে ছিল, তা নিজেদের দখলে নিয়ে তৃণমূল গেরুয়া শিবিরের ভাঙ্গনকে আরও তীব্র করলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!